আন্তর্জাতিক নারী দিবসে নারীকে জানান সম্মান, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Mar 07, 2022, 03:12 PM ISTUpdated : Mar 07, 2022, 05:17 PM IST

প্রতিবছর ৮ মার্চ দিনটি পালিত হয় বিশ্ব নারী দিবস (International Women’s Day) হিসেবে। মহিলাদের অধিকারকে সকলের সামনে তুলে ধরার জন্য পালিত হয় দিনটি। প্রতিবছর একটি বিশেষ প্রতিপাদ্য গৃহীত হয় এই দিন। ২০২১ সালে গৃহীত প্রতিপাদ্য (Theme) ছিল, করোনা কারে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। ২০২০ সালে গৃহীত প্রতিপাদ্য ছিল, প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার। এই সহকর্মী, মহিলা বন্ধু, মা, বোন কিংবা স্ত্রীকে শুভেচ্ছা জানান। দেখে নিন কেমন মেসেজ (Message) পাঠাবেন। 

PREV
110
আন্তর্জাতিক নারী দিবসে নারীকে জানান সম্মান, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

‘এই নারী দিবস থেকে আমরা সেই সমস্ত মহিলাদের যত্ন নিতে শুরু করি, যারা আমাদের যত্ন নিয়ে এসেছে। শুভ নারী দিবস।’ মহিলা দ্বারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অর্জিত সাফল্যের উৎসব পালিত হয় এই দিন। এই দিন এমন বার্তা পাঠাতে পারেন। 

210

‘এই নারী দিবস থেকে আমরা সেই সমস্ত মহিলাদের যত্ন নিতে শুরু করি, যারা আমাদের যত্ন নিয়ে এসেছে। শুভ নারী দিবস।’ মহিলা দ্বারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অর্জিত সাফল্যের উৎসব পালিত হয় এই দিন। এই দিন এমন বার্তা পাঠাতে পারেন। 

310

‘তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী। তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল। তুমি অন্যন্যা, তোমার জন্য রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।’ ৮ মার্চ শুভেচ্ছা জানান আপনার সকল পরিচিতদের। পাঠাতে পারে এই বার্তা। 

410

‘তুমি কেবল আমার কাছে অনুপ্রেরণা নয়, আমার সেরা বন্ধুও। তুমি আমার জন্য আশীর্বাদ। তোমাকে জানাই নারী দিবসের শুভকামনা। শুভ নারী দিবস।’ সারা বিশ্ব জুড়ে ৮ মার্ট পালিত হয় নারী দিবস। নারীদের সম অধিকার আলাদয়ের লক্ষ্যেই পালিত হয় এই দিনটি। 

510

‘প্রিয় নারী, শুরু থেকেই নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন এবং নিজের সবটুকু দিয়ে মানবজাতিকে প্রতিষ্ঠিত করেছেন। ঈশ্বর আপনাকে আরও শক্তি ও ভালবাসা প্রদান করুন। শুভ নারী দিবস।’ নারী দিবস উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম। এই দিন এমন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন মনের মানুষকে।  

610

‘তুমি ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। তুমি ছাড়া আমার অস্তিত্ব অসম্ভব। আমাকে সব সময় অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভ নারী দিবস।’ নারীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পাঠান এমন বার্তা। মনের মানুষকে এই দিন এই মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

710

‘নারীকে শক্তিশালী করে তোলাই নারীবাদের উদ্দেশ্য নয়। মহিলারা এমনিতেই শক্তিশালী। বরং, আজ এই বিশেষ দিনে, সকল নারীকে জানাই সম্মান। রইল শুভেচ্ছা।’ 

810

‘নানা দিক থেকে মহিলারা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তারা অসাধারণ ভাবে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনকে পরিচালনা করে। সমস্ত মহিলাদের জানাই শুভ নারী দিবস।’ 

910

‘তুমি নিজেও জানো না নারী, তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করেছ তুমি। শুভ নারী দিবস। ’ মহিলাদের অধিকারকে সকলের সামনে তুলে ধরার জন্য পালিত হয় দিনটি। এই দিন এমন শুভেচ্ছা বার্তা পাঠান নারীদের। 

1010

‘তারা চায় মুক্ত আকাশ, তারা চায় উড়তে… ডানার দাবি তারা জানায় না কখনও কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে। শুভ নারী দিবস।’ এই দিনটিতে আপনার চারপাশের সমস্ত নারীর জন্য স্পেশ্যাল কিছু করতে পারেন। এমন মেসেজ পাঠিয়ে জানাতে পারেন শুভেচ্ছা বার্তা। 

click me!

Recommended Stories