রাত পোহালেই ভাইফোঁটা। কোথাও ২৬ তো কোথাও ২৭ তারিখ অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। দুর্গোৎসবের পর থেকে একে একে পালিত হয় বিশেষ উৎসব। লক্ষ্মী পুজো, কালীপুজো আর শেষ ভাইফোঁটা। কালীপুজোর সময় থেকে টানা বেশ কিছুদিন ধরে চলে উৎসব। ধনতেরাস দিয়ে শুরু হয়ে উৎসব আর শেষ হয় ভাইফোঁটা দিয়ে। এবছর ২৬ তারিখ পড়ছে ভাইফোঁটা। দুপুর ২টো ৪২ মিনিটে পড়ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ পর্যন্ত। প্রতিপদে ফোঁটার সময় ২৬ অক্টোবর দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত। সেই অনুসারে আজ অনেক বাড়িতে পালিত হচ্ছে ভাইফোঁটা। আজ এই শুভ তিথিতে শুভেচ্ছা জানান ভাইকে। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।