ডায়েট-জিম কোনওকিছু করেই ওজন কমছে না। একটানা বাড়িতে বসেই ভুড়ি বেড়ে যাচ্ছে। শরীরচর্চা করেও পেটের চর্বি কমাতে পারছেন না। তবে শুধু শরীরচর্চাই নয়, ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছুরই পরিবর্তন দরকার। জানেন কি, এমন ৭ ফল রয়েছে, যা খেলেই ঝরবে পেটের মেদ, সেক্সি চাবুক ফিগার পেতে খাদ্যতালিকায় রাখুন এই বিশেষ খাবারগুলি।
অ্যাভোকাডো: অ্যাভোকাডো এখন প্রায় প্রতিটি শপিং মলেই পাওয়া যায়। এতে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা ফ্যাট কমাতেও সাহায্য করে।
27
আপেল: আপেল সারাবছরই পাওয়া যায়। আপেল শরীরকে অনেক রোগব্যাধি থেকে দূরে রাখে। আপেলে ফাইবার, ভিটামিন সি এবং কে থাকে। প্রতিদিন একটা করে আপেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। প্রতিদিনের ব্রেকফার্স্টে একটি করে আপেল রাখুন।
37
লেবু: লেবুতে ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে। প্রতিদিন গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে ওজনও কমে তাড়াতাড়ি।
47
তরমুজ: পেটের মেদ ঝরাতে তরমুজ ভীষণ কার্যকরী। এটি খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে।
57
নারকেল: নারকেল একটি স্বাস্থ্যকর খাবার। যদিও এটা আবার অনেকেরই হজম হতে চায় না।
67
বেদানা: যাদের শরীরে রক্ত কম তাদের জন্য বেদানা খুব উপকারি। বেদানা খেলে রক্ত পাতলা হয়, যা রক্তচাপ, হার্ট, ওজন হ্রাস এবং ত্বকের জন্য খুব ভাল।
77
কলা: কলাতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। যা হজমে সাহায্য করে। এবং ওজন কমাতেও সাহায্য করে।