ভোট পর্ব মিটতেই হেঁশেলে কোপ, একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

সদ্যই শেষ হয়েছে দিল্লির বিধানসভা ভোট। আর ভোটের ফলাফল বেরোতে না বেরোতেই  একধাক্কায় ফের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার।  চলতি মাস শেষ হতে না হতেই বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ১৪৯ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। 
 ফের দুশ্চিন্তা বাড়িয়ে একলাফে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।  চলতি মাসের প্রথমেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।

Riya Das | Published : Feb 12, 2020 10:25 AM
110
ভোট পর্ব মিটতেই  হেঁশেলে কোপ,  একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
ফের একধাক্কায় ভর্তুকবিহীন গ্যাসের দাম বাড়ল ১৪৯ টাকা।
210
আজ থেকে কার্যকরী হচ্ছে নতুন দাম।
310
তিনমাসের মধ্যে দ্বিগুনের ও বেশি বেড়েছে গ্যাসের দাম।
410
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দাম বেড়ে আবারও চিন্তার ভাঁজ পড়ল মধ্যবিত্তের কপালে।
510
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
610
গত বছর থেকেই সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছিল ।
710
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হলেও বাড়ির সিলিন্ডারের ক্ষেত্রে একই দাম রয়েছে।
810
বারোটি গ্যাসের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন দামেই গ্যাস সিলিন্ডার কেনেন গাহকরা। পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় গ্রাহকদের। তবে বারোটার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি পান না গ্রাহকরা।
910
এবার সেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। যে সমস্ত গ্রাহকরা রান্নার গ্যাসের জন্য ভর্তুকি পান তারা কত টাকা করে ভর্তুকি পাবেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
1010
সব্জি, মাংসের দাম হু হু করে বেড়েই যাচ্ছে। তার উপর আবার রান্নার গ্যাসের দাম। উর্ধ্বমুখী দামের কথা শুনেই মাথায় হাত পড়ছে। বছরের শুরু থেকেই আবারও চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos