মুখময় ব্রণর দাগ, চামড়া কুঁচকে যাচ্ছে, অ্যালোভেরার এই টিপসেই ফিরে পান উজ্জ্বল নরম ত্বক

বাড়িতে অধিকাংশেরই এখন অ্যালোভেরা গাছ রয়েছে। বিজ্ঞাপনই হোক বা ভাইরাল খবর সোশ্যাল মিডিয়ার পাতায়, অ্য়ালোভেরার গুণ নিয়ে সকলেই এখন কম বেশি অনেক কিছুই জানেন। তাই এবার শীতের মরসুমেও হাতিয়ার হয়ে উঠুক  সেই অ্যালোভেরা। শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে এবার অ্যালোভেরাতেই নজর দিন। রইল কিছু সহজ টিপস... 

Jayita Chandra | Published : Feb 19, 2021 6:13 AM IST

111
মুখময় ব্রণর দাগ, চামড়া কুঁচকে যাচ্ছে, অ্যালোভেরার এই টিপসেই ফিরে পান উজ্জ্বল নরম ত্বক

স্কিনের অতিরিক্ত তেলাভাব নিয়ন্ত্রণ করে। তাই ত্বক থাকে ফ্রেস সব সময়। 

211

অ্যালোভেরা জেল পাওয়া যায় এই গাছের পাতা থেকে। গাছের পাতা কেটে ভিতরের জেল মুখে মাখুন। এতে আপনার ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। 

311

অ্যালোভেরা জেল অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যা ত্বককে সতেজ রাখে। 

411

অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল এই বৈশিষ্ঠ্যগুলি থাকায় রোদ, ধুলো, দূষণে ক্ষতিগ্রস্ত স্কিন সারিয়ে সারিয়ে তুলতে সাহায্য করে। 

511

কাটা দাগ, ক্ষতচিহ্ন, ব্রণর দাগ কমিয়ে আপনাকে দেয় উজ্জ্বল ত্বক।

611

অ্যালোভেরা রুক্ষ ত্বক হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। যার ফলে ত্বক মসৃণ হয় ও প্রাণবন্ত থাকে। 

711

মুখের চামড়া কুঁচকে যাওয়া ও বলিরেখা দূর করে। অ্যালোভেরা জেল ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা- ক্যারোটিনযুক্ত হয় ত্বকের কালোভাব, বয়সকালীন ছোপ দূর করতে সাহায্য করে। 

811

ব্রণ, ফুসকুড়ি ও মুখে কালো দাগ-ছোপ কমিয়ে আপনার মুখের লাবণ্য ফিরিয়ে আনে। 

911

শুধুমাত্র ত্বক নয় চুল ও স্কাল্পের নানা সমস্যার সমাধান করে অ্যালোভেরা জেল। 

1011

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায়, সস্তার অ্যালোভেরা জেল না কিনে কোনো বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কেনাই ভালো। 

1111

এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos