কিস ডে-র শুভেচ্ছা জানান এই রোম্যান্টিক মেসেজে, দেখে নিন এক নজরে

রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day)-র পর এবার কিস ডে পালনের পালা। মনের মানুষের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা ব্যক্ত করতে প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। আজ সকাল থেকেই তাকে আপনার মনের অনুভূতি জানান। রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তা (Wish)। সকালে এই বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন তাকে। দেখে নিন কী কী। 

Sayanita Chakraborty | Published : Feb 13, 2022 6:23 AM IST
110
কিস ডে-র শুভেচ্ছা জানান এই রোম্যান্টিক মেসেজে, দেখে নিন এক নজরে

আমি কখনোই প্রেমে বিশ্বাসী ছিলাম না। কিন্তু তোমার একটা ম্যাজিকাল কিস আমার সমস্ত ধারণা বদলে দিল। হ্যাপি কিস ডে। - Kiss Day-তে মনের মানুষকে পাঠাতে পারেন এই বার্তা। এই মেসেজ মন কাড়বে তার। 

210

তুমি ভালোবাসা দিয়ে আমার জীবন আরও সুন্দর করে তুলেছ। হ্যাপি কেস ডে। আজ ভালোবাসার অঙ্গীকার করতে এমন বার্তা পাঠাতে পারেন। কিস ডে-তে এমন মেসেজ মন কাড়বে তার। দেরি না করে পাঠিয়ে ফেলুন এই শুভেচ্ছা বার্তা। 

310

কখনও কখনও আমি আপনার জন্য আমার ভালোবাসা প্রকাশ করার শব্দ খুঁজে পেতে ব্যর্থ হয়, তাই আমি শব্দের চেয়ে চুম্বন পছন্দ করি। এই দিনে তোমাকে খুব মিস করছি। Happy Kiss day। আজ সকাল সকাল এই ভালোবাসার মেসেজ পাঠান তাকে। 

410

তুমি আমার স্বপ্নের মানুষ এবং আমার পৃথিবীর রাজা। তুমি তোমার মিষ্টি চুমুম দিয়ে আমাকে বিশেষ অনুভব করি। Happy Kiss Day। চারিদিকে সকলে পালন করছে ভালোবাসার সপ্তম দিন। আজ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে মন কাড়ুন তার। এই মেসেজ প্রকাশ করবে আপনার মনের অনুভূতি।  

510

আমি বিশ্বের জন্য কিছুর জন্য আপনার চুম্বন বাণিজ্য করব না। চুম্বন দিবসে আপনাকে চুম্বন পাঠানো হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। আজ কিস ডে-তে এই মেসেজ পাঠান মনের মানুষকে। সকাল সকাল এমন শুভেচ্ছাবার্তা মন কাড়বে তার। 

610

সকালে ঘুম থেকে ওঠার সেরা জিনিস হল আপনার চুম্বন। তুমি আমাকে তোমার কিস দিয়ে সারা পৃথিবী ভুলিয়ে দাও। আমি তোমাকে ভালোবাসি। কিস ডে-তে মনের মানুষকে পাঠান এই মেসেজ। এই শুভেচ্ছা বার্তা মন কাড়বে তার।

710

চুম্বন আমাদের একে অপরের সাথে বারবার প্রেমে পড়তে বাধ্য করে এবং চিরকালের জন্য একে অপরের চোখে নিশ্চিন্দ্র করে তোলে। শুভ চুম্বন দিবস। কিস ডে-তে শুভেচ্ছা জানান এই রোম্যান্টিক মেসেজ পাঠিয়ে। ভালোবাসার এই বার্তা মন ভালো করবে তার।

810

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত চোখে দেখা যায় না, বরং অনুভব করা যায়। আর শুধু তাই জন্য আমরা সেই বিশেষ মুহূর্তটি অনুভব করার জন্য চোখ বুজে থাকি। হ্যাপি কিস ডে। 

910

তুমি আমায় প্রতিদিন চুম্বন কর, আর আমি প্রতি মুহূর্তে তোমার ভালোবাসায় নতুন করে ডুব দেব। হ্যাপি হামি ডে আমার দুষ্টু, মিষ্টি সোনা। ভালোবাসা প্রকাশের জন্য এর থেকে সেরা মেসেজ কিছু হতে পারে না। তাকে পৃথিবীর সেরা মানুষ অনুভব করাতে পাঠান এই বার্তা।  

1010

তোমার সঙ্গে ঝগড়ার পর যখন পরিস্থিতি স্বাভাবিক করার কোনও ভাষা খুঁজে পাই না, তখন একটি চুম্বনে সমস্ত কিছু আগের মতো বয়ে যায়। কিস ডে-তে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ভালোবাসা জানান আপনার মনের মানুষকে। দিনটি পালন করুন একেবারে অন্য ভাবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos