বীর্য থেকে ছড়ায় না করোনা ভাইরাস, নিশ্চিন্তে সঙ্গমে মাতুন ২৪ ঘন্টা


আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । এহেন পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজারেই ভরসা রেখেছেন প্রত্যেকে। কিন্তু এখন প্রশ্ন হল করোনা ঠেকাতে যৌন সঙ্গম বন্ধ রাখা উচিত না উচিত নয়। গুগল সার্চেই এই বিষয়টি উঠে এসেছে। করোনা ভয়ে মানুষের মনে যা আসছে তাই গুগলে সার্চ করে জানার চেষ্টা চলছে। আর সেখান থেকেই এই বিষয়টি উঠে এসেছে। করোনার সঙ্গে সঙ্গমের আদৌ কি কোনও সম্পর্ক রয়েছে। জেনে নিন বিস্তারিত।

Riya Das | Published : Mar 16, 2020 11:23 AM IST / Updated: Mar 16 2020, 05:05 PM IST
110
বীর্য থেকে ছড়ায় না করোনা ভাইরাস, নিশ্চিন্তে সঙ্গমে মাতুন ২৪ ঘন্টা
মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু।
210
যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সারা দেশে মহামারির আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস।
310
আর এই কারণেই চুম্বন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনকী চুম্বন না করলেও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন।
410
মুখের লালা গায়ে পড়লেও সেটাও যথেষ্ঠ চিন্তার বিষয়। কারণ লালার থেকে সবথেকে বেশি ছড়াচ্ছে করোনা ভাইরাস।
510
কিন্তু এর মানে এই নয়, পুরোপুরি কিস বন্ধ করে দিতে হবে। যদি সর্দি, কাশি, জ্বর ,শ্বাসকষ্ট না থাকে তা হলে কিস অবশ্যই করতে পারেন।
610
করোনা আতঙ্কের মধ্যে যৌন সম্পর্ক নিয়ে চিন্তিত অনেকেই। করোনা ঠেকাতে যৌন সঙ্গম বন্ধ রাখা উচিত না উচিত নয়, এই প্রশ্নই সকলের মুখে মুখে। এমনকী গুগল সার্চেও উঠে এসেছে এই বিষয়টি।
710
যৌন সম্পর্কে জড়ানোর আগে সচেতন হতে হবে। শারীরিক মিলনের আগে সঙ্গিনী সম্বন্ধে সবকিছু জেনে তারপর যৌনমিলন করুন।
810
চিকিৎসকের মতে, স্পার্ম এর দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না।
910
তাই চিন্তার কোনও কারণ নেই যত খুশি যৌন মিলনে মত্ত হতে পারেন। এতে ভয়ের কোনও কারণ নেই।
1010
মুখের লালা বা কফ থেকেই করোনা ভাইরাস ছড়ায় না। তাই স্পার্ম নিয়ে যারা টেনশনে ছিলেন তারা এবার নিশ্চিন্তে যৌনমিলনে মত্ত হতে পারেন।নিজের পরিচ্ছন্নতা বজায় রাখুন। সেক্স করলেই যে করোনা ভাইরাস ছড়ায় এটা সম্পূর্ণ ভুল ধারণা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos