ঠোঁটের সাজের সঠিক ভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন টিস্যু পেপার, লিপলাইনার, লিপস্টিক, কনসিলার, লিপ ব্রাশ, লিপ বাম, লিপ গ্লস। এই কয়টি জিনিসের সঠিক ব্যবহারে ঠোঁটের সাজ ফুটিয়ে তুলতে পারেন। তবে, লিপগ্লস লাগানোর ক্ষেত্রে সঠিক টেকনিক জানা দরকার। লিপগ্লস শেষ পর্যায় লাগানো হয়ে থাকে। তাই প্রথম থেকে পর পর সব ধাপ মেনে না চললে সঠিক ভাবে লিপস্টিক ফুটে উঠবে না।