হারানো যৌবন ফিরে পেতে কার্যকরী রসুন, জানুন ব্যবহার

রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। এটি কিন্তু কথার কথা নয়। এটি হল সত্যি কথা। রসুনের মধ্যে এমন কিছু গুনাগুণ রয়েছে, যা মানুষের জীবনে মহোষধি হিসেবে কাজ করতে পারে।  শারীরিক সৌন্দর্য থেকে হারানো যৌবন ফিরে পেতে কার্যকরী রসুন। এছড়াও নানান রোগের হাত থেকে বাঁচতে রসুনের অনেক উপকারিতা রয়েছে। কাগজের পাতা থেকে টেলিভিশন দাম্পত্য কলহ লেগেই রয়েছে। আর তার পরিণতি বিবাহবিচ্ছেদ। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে অনেক কিছুই রয়েছে। তার মধ্যে বড় কারণ হল শারীরিক সম্পর্ক। একঘেয়েমি জীবনযাপনের মধ্যে শারীরিক সম্পর্ক যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। আর তার শেষ পরিণতি বিবাহ-বিচ্ছেদ। সেই সম্পর্ককেও জোড়া লাগাতে পারে এই ছোট্ট একটি রসুন। জেনে নিন এর ব্যবহার।

Riya Das | Published : Jan 31, 2020 12:51 PM IST

112
হারানো যৌবন  ফিরে পেতে কার্যকরী  রসুন, জানুন ব্যবহার
হারানো যৌবন ফিরে পেতে কার্যকরী রসুন।
212
যৌবন ধরে রাখতে প্রতিদিন মধু ও লেবুর সঙ্গে এক কোয়া রসুন মিশিয়ে খান। এতে তারুণ্য ফিরে আসবে।
312
দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে রসুনের এই টিপস দারুণ কার্যকরী।
412
শারীরিক সৌন্দর্য ঠিক রাখতে রসুন কার্যকরী।
512
ত্বকের যে কোনও দাগ মুছে ফেলতে এবং ত্বককে কোমল ও সুন্দর করে তুলতেও রসুন কার্যকরী।
612
অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি প্যারাসাইট চিকিৎসার কাজে বহুল ব্যবহৃত একটিউপাদান হল রসুন।
712
যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন সেখান থেকে চিরতরে মুক্তি পেতে গেলে প্রতিদিন খান এই এককোয়া রসুন।
812
ক্যান্সার প্রতিরোধে রসুন খুবই কার্যকরী। এছাড়াও ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও দারুণ কার্যকরী এই রসুন।
912
রসুন খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে। অ্যালিসিনের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে।
1012
এর পাশাপাশি চুলের জন্যও দারুণ উপকারী এই এক কোয়া রসুন।
1112
রসুন দিয়ে তৈরি মাউথওয়াশ ব্যবহার করলেও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং নিঃশ্বাসও সতেজ হয়।
1212
রসুনের অব্যক্ত টোটকাতেও সেরে যায় বিভিন্ন রোগ।
Share this Photo Gallery
click me!
Recommended Photos