সঠিকভাবে মাস্ক না পরলে হতে পারে চরম বিপদ, জেনে নিন সুরক্ষিত উপায়ে এটি ব্যবহারের পন্থা

Published : Mar 05, 2020, 04:15 PM ISTUpdated : Mar 05, 2020, 04:27 PM IST

করোনার আতঙ্কে এখন লোকের মুখে মুখে মাস্ক। কিন্তু এই মাস্ক কতরকমের হয়, কীভাবে পরতে হয়, তা জানা খুব জরুরি। তাছাড়া এই মাস্ক হয়ও নানা রকমের। বিস্তারিত জেনে নিন মাস্ক নিয়ে।

PREV
112
সঠিকভাবে মাস্ক না পরলে হতে পারে চরম বিপদ, জেনে নিন সুরক্ষিত উপায়ে এটি ব্যবহারের পন্থা
মুখোশ পরার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
212
সাবানের বদলে হ্য়ান্ড স্য়ানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করে নিতে পারেন।
312
প্য়াকেট থেকে মাস্ক বার করার সময়ে নিশ্চিত হয়ে নিন যে, ওর কোনও পিঠেই কোনও গর্ত নেই
412
প্য়াকেট থেকে মাস্ক বার করার সময়ে নিশ্চিত হয়ে নিন যে, ওর কোনও পিঠেই কোনও গর্ত নেই
512
মাস্ক পরার আগে ভাল করে দেখে নিন কোন দিকটা সামনের, আর কোন দিকটা পেছনের
612
নানা ধরনের মাস্ক পাওয়া যায়, তাই পরার আগে ভাল করে নির্দেশিকা দেখে নিন
712
নানা ধরনের মাস্ক পাওয়া যায়, তাই পরার আগে ভাল করে নির্দেশিকা দেখে নিন
812
ফেসমাস্ক উইথ ইয়ার লুপস হলে মাস্কটিকে কানের গর্তের কাছে ধরে তার পাশ দিয়ে পরবেন
912
ফেস্ক মাস্ক উইথ ব্য়ান্ডস হলে তাকে বাঁ-নাক ও ডান-নাকের মাঝামাঝি ধরুন
1012
ফেস্ক মাস্ক উইথ ব্য়ান্ডস হলে তাকে বাঁ-নাক ও ডান-নাকের মাঝামাঝি ধরুন
1112
মাস্কের স্ট্র্য়াপকে কানের পাশ দিয়ে মাথায় পিছনে নিয়ে আসুন
1212
যে কোনও মাস্ক নয়, বরং এন-৯৫ মাস্ক ব্য়বহার করুন, এটি তুলনামূলকভাবে ভাল
click me!

Recommended Stories