চুল পড়ে গিয়ে পাতলা হয়ে গিয়েছে, একটা জবা ফুলই আপনাকে দিতে পারে ঘন-কালো চুল

চুলের সৌন্দর্য নিয়ে মাথা ব্যাথা অনেকেরই। সামনেই পুজো। ফলে কোনও কসমেটিক্স বা ডাক্তারের কাছে গিয়ে নয়,  ঘরোয়া উপায় চুল সুন্দর করে তুলুন। ব্যবহার করুন জবা ফুল। জবা ফুলের গুণে চুলের হাজার একটা সমস্যার সমাধান রয়েছে লুকিয়ে। বাড়িতে পুঁতে ফেলুন জবা গাছ।  

Jayita Chandra | Published : Feb 25, 2021 8:31 AM IST / Updated: Feb 26 2021, 12:52 PM IST
110
চুল পড়ে গিয়ে পাতলা হয়ে গিয়েছে, একটা জবা ফুলই আপনাকে দিতে পারে ঘন-কালো চুল

ফুলের পাপরি থেকে পাতা কাজে লাগবে সবই।  জেনে নিন কী কী উপায় জবা আপনার চুলকে সুন্দর করে তুলবেঃ. 

210

১) চুলের বৃদ্ধিতে সাহায্য করে জবা ফুল। চুল বাড়িয়ে তোলার জন্য মাথায় সপ্তাহে তিনদিন জবা ফুল ঘষে লাগিয়ে নিন। 

310

২) চুল মজবুত করতে ব্যবহার করুন জবা ফুল। এতে অ্যামিনো অ্যাসিড থাকে। এতে চুলের শিকড় মজবুত হয়।  

410

৩) খুশকির সমস্যা দূর করতে ব্যাবহার করুন জবা ফুল। জবা ফুলের রস করে তা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে ফেলুন। 

510

৪) স্ক্যাল্প ভালো রাখতে সাহায্য করে জবা ফুল। একটি ফুল নিয়ে স্ক্যাল্পে ঘষে নিন। এতে চুল ভালোও হয়ে, এবং বজায় থাকবে এর রং-ও।

610

৫) বাজারের কেমিক্যাল যুক্ত শ্যাম্প ব্যবহার না করে জবা ফুলের রস দিয়েই বানিয়ে নিন ঘরোয়া শ্যাম্পু। তা তা দিয়ে চুলও ধুয়ে ফেলুন।  

710

এসবের পাশাপাশি জবা ফুলের রয়েছে আরও অনেক গুণ। ছোট থেকে অনেকেরই মাথায় চুল কম থাকে। 

810

শিশু বয়সে মাথায় জবাফুল ঘষে দিলে নিয়মিত, চুল খুব ভালো গজায় ও শক্ত হয়। 

910

চুল যাতে ভেঙে না ঝড়ে পড়ে, তাই জবা ফুলের রস করে সপ্তাহে তিন দিন নিয়ম করে লাগালে উপকার মিলবে হাতে নাতে। 

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos