পার্টিতে হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠানে, হেভি মেকআপ করে থাকেন অনেকে হেভা মেকআপ করতে প্রয়োজন নানান সরঞ্জাম। ফাউন্ডেশন, কনসিলার, কালার কারেক্টরের মতো উপাদান যেমন আছে এই তালিকায়। তেমনই হেভি মেকআপে প্রয়োজন ক্রিম কন্ট্যুরিং। এবার লিপস্টিক ব্যবহার করতে পারেন ক্রিম কন্ট্যুরিং হিসেবে। এতে মেকআপ আরও ভালো হবে।