মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তির নিঃশ্বাস, আজ থেকেই কমছে রান্নার গ্যাসের দাম

মধ্যবিত্তের হেঁসেলে এবার স্বস্তির হাসি। দাম কমল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের। ১ মার্চ, রবিবার থেকেই কমেছে রান্নার গ্যাসের দাম। নতুন বছর শুরু হতে না হতেই বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। অর্থনৈতিক মন্দার মধ্যে হেঁসেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে কপালে ভাঁজ পড়েছিল সাধারণের মানুষের। সেই চাপ খানিকটা কমিয়ে আজ আবার দাম কমল রান্নার গ্যাসের।

deblina dey | Published : Mar 1, 2020 9:15 AM IST

17
মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তির নিঃশ্বাস, আজ থেকেই কমছে রান্নার গ্যাসের দাম
১ মার্চ, রবিবার অর্থাৎ আজ থেকেই ভর্তুকিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৫৩ টাকা।
27
১৯ কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮৪.৫০ টাকা।
37
১২ ফেব্রুয়ারি থেকে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১৪৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪৯ টাকা হয়ে গিয়েছিল।
47
দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়ে গিয়ে হয়েছিল ৮৫৮ টাকা ৫০ পয়সা।
57
রাজধানী আজ ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ৮০৫ টাকা ৫০ পয়সা।
67
আজ থেকে ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম দিল্লিতে- ১৩৮১ টাকা ৫০ পয়সা, কলকাতায়- ১,৪৫০ টাকা, মুম্বইয়ে- ১,৩৩১ টাকা, চেন্নাইয়ে- ১৫০১ টাকা ৫০ পয়সা হয়েছে।
77
ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েসসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আজ থেকে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম মুম্বাইতে ৭৭৬ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে ৮২৬ টাকা, দিল্লিতে ৮০৫ টাকা ৫০ পয়সা, কলকাতায় ৮৩৯ টাকা ৫০ পয়সা।
Share this Photo Gallery
click me!
Recommended Photos