দোলে ত্বক নিয়ে সচেতন হন, রঙিন হওয়া আগে মাথায় রাখুন কয়েকটি বিষয় হাতে আর কয়েকটা দিন। তারই মাঝে রঙ নিয়ে খেলা শুরু। আনন্দ উৎসবের সময় মাথায় থাকে না অনেক কিছুই। কিন্তু পরবর্তীতে তা আবার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। সেই বিষয়টিও মনে রাখা একান্ত প্রয়োজন। রঙিন উৎসবে মাততে ত্বক নিয়ে সতর্ক থাকুন। বাঁচিয়ে রাখুন চোখ।
Jayita Chandra | Published : Mar 4, 2020 12:00 PM IST110
ত্বকের যত্ন নেওয়ার প্রসঙ্গে অনেকেই হয়তো এই বিশেষ দিনে উদাসীনতা দেখিয়ে থাকেন।
Subscribe to get breaking news alertsSubscribe 210
সকলেই দোলের দিন রঙে ভরিয়ে দিতে চায়। তবে কার হাতে কেমন রঙ তা বোঝা দায়।
310
উৎসবের মেজাজে সেই মুহূর্তে সবটাই ভালো। তবে পরবর্তীতে তা সমস্যার কারণ হতে পারে।
410
ফলে রঙ খেলার আগে মাথায় রাখা উচিত কয়েকটি বিষয়। কীভাবে ভালো রাখবেন নিজের ত্বক।
510
ক্রিম মেখে তবেই রঙ খেলা উচিত। চেষ্টা করুন ত্বকের ওপর কোনও গ্লিসারিন জাতীয় জেলির প্রলেপ রাখার।
610
রঙ ত্বকে লাগার পর যদি জ্বালা জ্বালা করে তবে মুহূর্তে তা ধুয়ে ফেলুন।
710
রঙ তোলার জন্য ত্বকের ওপর বেশি স্ক্রাবিং না করাই ভালো।
810
রঙ তোলার জন্য অনেকেই লেবুর রস ব্যবহার করে থাকেন। কিন্তু তা বেশি মাত্রায় উচিৎ নয়।
910
ত্বক ভালো রাখতে আবির খেলুন। এতে রঙের প্রভাব থেকে ত্বককে বাঁচানো সম্ভব।
1010
ত্বকে যদি কোনও ব়্যাশ থেকে থাকে তবে রঙ থেকে দূরে থাকাই ভালো।
© Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited | All Rights Reserved