Published : Jun 21, 2020, 02:00 PM ISTUpdated : Jun 21, 2020, 02:01 PM IST
চলছে বছরের বিরলতম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছিল এবং চলবে দুপুর সাড়ে ৩ টা অবধি। আজকের এই সূর্যগ্রণ হল এ্যানুলার সূর্যগ্রহণ। ভারত ছাড়াও আরও অনেক দেশ এই মহাজাগতিক জ্যোতির্বিজ্ঞানের ঘটনার সাক্ষী থাকবে। এই সূর্যগ্রহণকে 'রিং অফ ফায়ার'ও বলা হয়েছে। ২০২০ সালের এই সূর্যগ্রহণ সাধারণ গ্রহণের তুলনায় আলাদা। ১৯৯২ সালে এই বছরেরর মতোই সূর্যগ্রহণ হয়েছিল, যখন একের পর এক তিনটি গ্রহণ পরপর হয়েছিল। দেখে নেওয়া যাক দেশের কোন স্থানে কেমন দেখা দৃশ্য ধরা পড়েছে গ্রহণের।