দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণের বিভিন্ন রূপ, রইল বিরল এই মহাজাগতিক দৃশ্যের অসাধারণ চিত্র

চলছে বছরের বিরলতম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছিল এবং চলবে দুপুর সাড়ে ৩ টা অবধি। আজকের এই সূর্যগ্রণ হল এ্যানুলার সূর্যগ্রহণ। ভারত ছাড়াও আরও অনেক দেশ এই মহাজাগতিক জ্যোতির্বিজ্ঞানের ঘটনার সাক্ষী থাকবে। এই সূর্যগ্রহণকে 'রিং অফ ফায়ার'ও বলা হয়েছে। ২০২০ সালের এই সূর্যগ্রহণ সাধারণ গ্রহণের তুলনায় আলাদা। ১৯৯২ সালে এই বছরেরর মতোই সূর্যগ্রহণ হয়েছিল, যখন একের পর এক তিনটি গ্রহণ পরপর হয়েছিল। দেখে নেওয়া যাক দেশের কোন স্থানে কেমন দেখা দৃশ্য ধরা পড়েছে গ্রহণের। 

deblina dey | Published : Jun 21, 2020 8:30 AM IST / Updated: Jun 21 2020, 02:01 PM IST
19
দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণের বিভিন্ন রূপ, রইল বিরল এই মহাজাগতিক দৃশ্যের অসাধারণ চিত্র

আজ সকালে জম্মু ও কাশ্মীরে সূর্যগ্রহণ অপূর্ব দৃশ্য।
 

29

এমনই সূর্যগ্রহণের রূপ দেখা গেল দিল্লিতে। ঘন মেঘের কারণে সূর্যগ্রহণ দেখায় সমস্যা দেখা দিয়েছিল।

39

মহারাষ্ট্র তথা মুম্বই থেকে সূর্যগ্রহণ গিয়েছিল। রোদ একেবারে সোনালী আভা দেখাচ্ছে।

49

সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারত মহাসাগর, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার অনেক জায়গায় দৃশ্যমান হবে।

59

গুজরাট রাজ্যের দ্বারকাতে ভারতের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

69

এমন একটি সূর্যগ্রহণ গুজরাটের গান্ধীনগর থেকে দেখা গিয়েছে। সূর্যগ্রহণ সকাল ১১টা ৪২ থেকে ১ টা ৩২ পর্যন্ত দৃশ্যমান হবে।

79


রাজস্থানের জয়পুরে সূর্যগ্রহণ কিছুটা পরিষ্কার ছিল । এখানে সকাল ১১ টা ৫৫ থেকে বেলা ১টা ৪৪ পর্যন্ত সূর্যগ্রহণের স্পষ্ট দৃশ্যমানতা থাকবে।

89

হরিয়ানার কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের এই রূপ দেখা গেল।

99

পদার্থবিজ্ঞানের মতে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে, চাঁদের পিছনে সূর্যের চিত্রটি কিছু সময়ের জন্য আবৃত থাকে, একই ঘটনাটিকে সৌরগ্রহণ বলা হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos