শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ! টলি তারকাদের থেকে জেনে কেমন ভাবে সাজবেন
swaralipi dasgupta |
Published : Jun 19, 2019, 12:13 PM IST
বঙ্গনারী সব সময়েই মোহময়ী শাড়িতে। তবে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরলেই ষোলোকলা পূর্ণ হয়। এখন ফ্যাশনে ইন সাবেকি ফ্রিল দেওয়া ব্লাউজ থেকে শুরু করে হল্টার নেক ব্লাউজ। দেখে নেওয়া যাক টলি পাড়ার অভিনেত্রীরা ব্লাউজ নিয়ে কেমন এক্সপেরিমেন্ট করেন।