শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ! টলি তারকাদের থেকে জেনে কেমন ভাবে সাজবেন

swaralipi dasgupta |  
Published : Jun 19, 2019, 12:13 PM IST

বঙ্গনারী সব সময়েই মোহময়ী শাড়িতে। তবে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরলেই ষোলোকলা পূর্ণ হয়। এখন ফ্যাশনে ইন সাবেকি ফ্রিল দেওয়া ব্লাউজ থেকে শুরু করে হল্টার নেক ব্লাউজ। দেখে নেওয়া যাক টলি পাড়ার অভিনেত্রীরা ব্লাউজ নিয়ে কেমন এক্সপেরিমেন্ট করেন।   

PREV
18
শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ! টলি তারকাদের থেকে জেনে কেমন ভাবে সাজবেন
মিমি- কালো রংয়ের শাড়ির সঙ্গে কালো ব্লাউজ। ব্লাউজের গলায় কাট আউট ডিজাইন চোখে পড়ার মতো। আর গাঢ় সবুজ রংয়ের সঙ্গে মেরুন ব্লাউজে কনট্রাস্ট একেবারে মানানসই।
28
শ্রাবন্তী- পিঠে এমন ডিজাইন-সহ ব্লাউজ যেকোনও বিয়ে বাড়িতে পরতে পারেন। কালো ব্লাউজের হাতায় সাদা ফ্রিল চোখে পড়ার মতো। রেট্রো লুক ফুটে উঠেছে।
38
নুসরত- সিক্যুইন দেওয়া ব্লাউজ যে কোনও পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন। উজ্জ্বল দেখায়। অন্যদিকে হল্টার নেক ব্লাউজেও নজর কাড়ছেন নুসরত।
48
শুভশ্রী- শাড়িতেও আনা যায় ফিউশন লুক। কালো শিয়ার টপ নজর কাড়ে। অন্যদিকে স্লিভলেস ব্লাউজ সব সময়ে ফ্যাশনে ইন।
58
স্বস্তিকা- পিঠের ডিজাইন নজরকাড়া। এই ব্লাউজ পরলে অবশ্যই খোপা করবেন। নীল শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজও খুব ট্রেন্ডি।
68
ঋতুপর্ণা- সলিড রংয়ের শাড়িক সঙ্গে এরকমই স্ট্রাইপড ব্লাউজ পরতে পারেন। সাবেকি শাড়ি বা কাঞ্জিভরমের সঙ্গেও হল্টার নেক ব্লাউজ পরতে পারেন।
78
কোয়েল- গোলাপি বোট নেক ব্লাউজ ফ্যাশনে ইন। সাবেকি শাড়ির সঙ্গে কনট্রাস্ট রংয়ের এরকম রাউন্ড নেক ব্লাউজ পরুন
88
পাওলি- সবুজ শাড়ির সঙ্গে এরকম লাল টপে পাওলির লুক বেশ ব্যতিক্রমী। কনফিডেন্স থাকলে আপনিও পরতে পারেন। সাদা শাড়ির সঙ্গে হলুদ কাট আউট ব্লাউজ নজর কাড়া।
click me!

Recommended Stories