ডায়েটে রাখতে পারেন ভিটামিন ই । এমন খাবার খান যা ভিটামিন ই-তে পূর্ণ। এতে দ্রুত দূর হবে ব্রণ। যেমন খেতে পারে বাদাম ও বীজ। তেমনই খেতে পারেন পালং শাক, ব্রকলি, আম ও কিউই-র মতো ফল। প্রতিদিন ১৯ মিলিগ্রামের পর্যন্ত ভিটামিন ই খেতেই পারেন। মেনে চলুন এই বিশেষ নিয়ম। মিলবে উপকার।