শীতকালে রাতের বেলা মোজা পরে ঘুমানো ঠিক না ভুল, কী বলছেন বিশেষজ্ঞরা

শীতকালে পা ঠান্ডার সমস্যা অনেকেরই থাকে। গা গরম হলেও পা যেন গরম হতে চায় না চট করে। কিন্তু ঘুমানোর সময় পা গরম হলেই ঘুম ভাল হয়। সারারাত পা ঠান্ডা থাকলে রাতে ভাল ঘুম হয় না। বিশেষজ্ঞদের মতে, রাতের বেলা মোজা পরে ঘুমালে ঘুম অনেক গভীর ও ভাল হয়। গবেষকরা মনে করেন শীতকালে ঠান্ডার থেকে পা সুরক্ষিত রাখতে মোজা পরে ঘুমানো খুবই কার্যকরী। রাতের বেলা মোজা পরে ঘুমোলে কতটা উপকার পাওয়া যায় জেনে নিন  বিশেষজ্ঞদের মতামত ।

Riya Das | Published : Dec 7, 2020 10:40 AM IST
15
শীতকালে রাতের বেলা মোজা পরে ঘুমানো ঠিক না ভুল, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুম ভাল হয়

রাতের বেলা শরীরের ভিতরের তাপমাত্রা অনেকটাই কমে যায়। বিশেষ করে ভোরবেলা তা আরও বেশি কমে যায়। এ সময় পা গরম থাকলে রক্তনালীগুলো ভাল করে কাজ করতে পারে। তাই মোজা পরে ঘুমোলে তা শরীরের তাপমাত্রা ঠিক রাখে।

25

রোগ দূর করতে

রেনডস রোগের লক্ষণ হল হাত পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া। এ রোগের কারণে রক্তনালী শুকিয়ে যায় যার ফলে শরীরে ভাল ভাবে রক্ত পৌঁছতে পারে না। এতে হাত পা অসাড় হয়ে পড়ে। বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি দেখা যায় । এই রোগ থেকে রেহাই পেতে অবশ্যই মোজা পরে ঘুমান।

35

কী মোজা পরবেন

রাতে ঘুমানোর সময় সুতির মোজা, উলের তৈরি মোজা পরাই সবথেকে ভাল। তবে টাইট মোজা বেশই পরবেন না। এতে রক্তপ্রবাহ উল্টে বেড়ে যাবে এবং শরীর খারাপ হতে পারে।

45

পা মসৃণ রাখতে

যাদের পা ফাটার সমস্যা রয়েছে, আবার যাদের পা খুব রুক্ষ তারা পায়ের মধ্যে ভেসলিন বা গ্লিসারিন দিয়ে পায়ে মোজা পরে রাতে ঘুমোতে যান। সকালে উঠে নিজেই তফাৎটা দেখুন।

55

রক্তপ্রবাহ বাড়ায়

রক্তপ্রবাহ কম হওয়ার কারণে পা ঠান্ডা হয়ে যায় ও পায়ে ব্যথার অনুভূতি হয়। এক্ষেত্রে পায়ে সুতির মোজা পরলে শরীরে রক্তপ্রবাহ বাড়ে।ও রাতের বেলা রক্তপ্রবাহ ঠিক থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos