দুর্ঘটনার নেপথ্যে নিম্নচাপ। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ওল্ড দিঘায় সমুদ্রের ঘাটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। জলোচ্ছ্বাসের কারণে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে লাগোয়া এলাকা।
সমুদ্রতটে ক্ষত মেরামতির উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে। ওড়িশার বালেশ্বর থেকে পাঁচটি বোল্ডার বোঝাই ডাম্পার আনা হয় দিঘায়। ডাম্পারগুলি থেকে যখন বোল্ডার নামানো হচ্ছিল, তখনই ঘটে বিপত্তি।
আচমকাই জোয়ার আসে ওল্ড দিঘায়। চোখের নিমেষে সমুদ্রে তলিয়ে যায় পাঁচটি ডাম্পারই। এরপর বিপদ বুঝে সমুদ্রে ঝাঁপ দেন ডাম্পারের চালকেরা। কোনওমতে রক্ষা পেয়েছেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা মোহনা থানার পুলিশ। ক্রেন ও জেসিবি-র সাহায্যে ডাম্পারগুলিকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। কাজ চালাকালীন কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দিঘায় সমুদ্রে ইদানিং কিন্তু জলোচ্ছ্বাস বাড়ছে। পূর্ণিমায় নয়, দিন কয়েক আগে অমাবস্যায় কোটাল এসেছিল। বড় বড় ঢেউ আছড়ে পড়েছিল উপকূলে।