সন্ত্রাসবাদ নিয়ে কিছুটা হলেও কোনঠাসা পাকিস্তান এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ কয়েছে। সোমবারই জাতি সংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞাগুলি কার্যকর করার জন্য আমন্ত্রণ জানায় তালিবান নেতাদের। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতি সংঘের মনোনীত এক নেতা। অশান্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। কাতার হয়ে ২০ সদস্যের তালিবান প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গেছে পাকিস্তানে। আর সেখানে প্রশাসনিক ও সামরিক আধিকারিকদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। তবে কোন কোন ব্যক্তি বৈঠকে উপস্থিত থাকবে তা স্পষ্ট করে জানায়নি কোনও পক্ষই। তবে শান্তি প্রক্রিয়া ও উন্নয়ন নিয়েই আলোচনা হবে বলেও জানান হয়েছে।