- Home
- World News
- Pakistan News
- অব্যাহত ভারত-পাক উত্তেজনা, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহার বন্ধের সময় বাড়াল পাকিস্তান
অব্যাহত ভারত-পাক উত্তেজনা, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহার বন্ধের সময় বাড়াল পাকিস্তান
Pak Flight Update News: ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধের সময়সীমা আরও বাডা়লো পাকিস্তান। আর কতদিন ব্যবহার করা যাবে না পাকিস্তানের আকাশপথ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বাড়ল পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধের সময়
আরও বাড়ল ইসলামাবাদের আকাশসীমা ব্যবহার বন্ধের সময়সীমা। জানা গিয়েছে, ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার বন্ধ করার কথা আগেই ঘোষণা করেছিল পাকিস্তান। এবার সেই সময়সীমা আরও বৃদ্ধি করল ইসলামাবাদ। যারফলে বছর শুরুতেও অনির্দিষ্টকালের জন্য বন্ধই রইল পাকিস্তানের আকাশসীমা ব্যবহার।
কতদিন পর্যন্ত বাড়ল এই সময়সীমা?
জানা গিয়েছে, গত বছর পহেলগাঁও হামলার পর থেকেই তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। বন্ধ পাকিস্তানের আকাশসীমা। ভারতীয় বিমান যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারে তারজন্য আগেই নির্দেশিকা জারি করেছিল শাহবাজ সরকার। এবার সেই নিষেধাজ্ঞার ওপর সময়সীমা আরও বৃদ্ধি করল পাকিস্তান।
বন্ধ পাকিস্তানের আকাশসীমা
সূত্রের খবর, গত বছর জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে আরও। দুই দেশের এই উত্তেজনার পরিস্থিতিতে আগেই দুই দেশই নিজেদের আকাশসীমা বন্ধের কথা ঘোষণা করেছিল বিজ্ঞপ্তি জারি করে। আর এবার চলতি বছরের ২৪ ফেব্রুয়রি পর্যন্ত সেই সময়সীমা আরও একমাস বাড়িয়ে দিলো পাকিস্তান।
কোন কোন বিমান চলবে না?
সূত্রের খবর, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের যুদ্ধবিমান, ভারতে নিবন্ধিত বিমান-সহ ভারতের কোনও বিমান সংস্থার মালিকাধীন, পরিচালিত এমন কী লিজ নেওয়া বিমান চলবে না আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
তপ্ত ভারত-পাক সম্পর্ক
গত বছর এপ্রিল মাসে জঙ্গি হামলায় কেঁপে ওঠে ভূস্বর্গ কাশ্মীর। তারপর থেকেই ক্রমশ বাড়ছে ভারত-পাক উত্তেজনা। ভারতের বিরুদ্ধে পাকিস্তা অপারেশন সিঁদুরের পর সম্পর্ক একেবারে ঠেকেছে তলানিতে। আর এবার আকাশসীমা ব্যবহার বন্ধের সময়সীমা বৃদ্ধিতে আরও বাড়ল উত্তেজনা।

