গোয়েন্দা রিপোর্টে ফাঁস পাকিস্তানের 'কালা' পরিকল্পনা, ৫ অগাস্ট নিয়ে গোপনে চলছে তুমুল তোড়জোড়

২০১৯ সালের ৫ অগাস্ট। ভারতের সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক বড় দিন। ওই দিনই নরেন্দ্র মোদী সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল। তারপর দেখতে দেখতে বছর ঘুরে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার প্রথম বার্ষিকী-কে ভারত বিরোধিতার কাজে লাগাতে উঠে-পড়ে লেগেছে পাকিস্তান।

amartya lahiri | Published : Jul 27, 2020 1:01 PM IST / Updated: Jul 31 2020, 03:23 PM IST
15
গোয়েন্দা রিপোর্টে ফাঁস পাকিস্তানের 'কালা' পরিকল্পনা, ৫ অগাস্ট নিয়ে গোপনে চলছে তুমুল তোড়জোড়

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে চলতি বছরের ৫ অগাস্ট দিনটিকে পাকিস্তান দেশে ও বিদেশে 'কালা দিবস' হিসাবে পালন করবে। শুধু তাই নয়, ভারতকে বিশ্বের সামনে হেয় করার লক্ষ্যে বিস্তৃত পরিকল্পনা করেছে পাক সরকার ও সেনাবাহিনী। গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে শুরু করে প্রতিটি পাক সরকারি বিভাগকে সুনির্দিষ্ট কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

25

জানা গিয়েছে ওই দিন বিভিন্ন বিদেশী সংবাদমাধ্যমের একটি প্রতিনিধি দল এবং ভারত ও পাকিস্তানে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর (ইউএনএমওজিআইপি)-র একটি প্রতিনিধি দলকে নিয়ন্ত্রণরেখা এলাকায় নিয়ে আসবে পাকিস্তান সরকার। সেখানে ভারতীয় বাহিনী কীভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তা দেখানো হবে। এই বিষয়ে পাক সরকার একটি শ্বেতপত্রও জমা ইউএনএমওজিআইপি-র প্রতিনিধিদের হাতে।

 

35

সেইসঙ্গে পাকিস্তানি সরকারি নিউজ চ্যানেলগুলিতে তো বটেই বেসরকারি নিউজ চ্য়ানেলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি প্যাকেজ তৈরির জন্য। ওই দিন সারাদিন সেইসব প্যাকেজ ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হবে। সেইসঙ্গে কালা দিবস উপলক্ষ্যে নিউজ চ্যানেলগুলির লোগো কালো করে দিতে হবে।

 

45

এরসঙ্গে ভারত বিরোধী প্রচারের জন্য পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ, আন্ত-পরিষেবা জনসংযোগ বা আইএসপিআর একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে। আইএসপিআর-এর ডিরেক্টর থেকে শুরু করে কে কখন সোশ্যাল মিডিয়ায় কী বিবৃতি দেবেন, একেবারে ঘড়ি ধরে তার সময়সূচি তৈরি করা হচ্ছে। 'কালা দিবস' ও কাশ্মীর ইস্যু নিয়ে দিনভর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড-এর পরিকল্পনাও করেছে তারা।

55

সেইসঙ্গে বিদেশের মাটিতেও কাশ্মীর ইস্যু-কে ফের খুঁচিয়ে তুলতে চাইছে ইমরান খান প্রশাসন। এই লক্ষ্যে বিশ্বের সমস্ত পাকিস্তানি দূতাবাসগুলিকে ৫ অগাস্ট নিজ নিজ দূতাবাস প্রাঙ্গনে ভারত বিরোধী কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে বলা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos