২০১৯ সালের ৫ অগাস্ট। ভারতের সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক বড় দিন। ওই দিনই নরেন্দ্র মোদী সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল। তারপর দেখতে দেখতে বছর ঘুরে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার প্রথম বার্ষিকী-কে ভারত বিরোধিতার কাজে লাগাতে উঠে-পড়ে লেগেছে পাকিস্তান।