Published : Nov 19, 2019, 05:59 PM ISTUpdated : Nov 19, 2019, 06:02 PM IST
মঙ্গলবারই প্রকাশ্যে এল তানাজি ছবির ট্রেলার। এটি অজয় দেবগণের কেরিয়ারে একশোতম ছবি। ফলে প্রথম থেকেই এই ছবি নিয়ে তাঁর উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তানাজিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে সইফ আলি খান, অজয় দেবগণ ও কাজলকে। সেই ছবিরই ট্রেলার মুক্তিতে উপস্থিত তারকারা। দেখুন কিছু ছবি।