দুবাইয়ে সময় কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এক নজরে দেখ নিন সেই সব ছবি

Published : Oct 09, 2019, 06:28 PM ISTUpdated : Oct 09, 2019, 06:52 PM IST

দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাদের এই বিদেশ সফরের কথা আগেই শোনা গিয়েছিল। তারা জানিয়েছিলেন পুজোয় কলকাতায় কাটানোর ইচ্ছা তাদের খুব একটা নেই। আর সেই কারণেই তাঁরা দুবাইয়ে গিয়েছেন ঘুরতে। সেখানে গিয়ে যে তারা বেশ এনজয় করছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। তাঁদের ঘুরতে যাওয়ার সেই সব ছবি এখন নজর কাড়ছে তাদের ভক্তদের।

PREV
15
দুবাইয়ে সময় কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এক নজরে দেখ নিন সেই সব ছবি
নীল জ্যাকেটে দুবাইয়ে গিয়ে বরফের গুহায় ছবি তুললেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
25
'মাই পার্টনার ইন ক্রাইম' এই ক্যাপশন দিয়েই পোস্ট করলেন এই ছবিটি।
35
নজরকাড়া লুকে ঐন্দ্রিলা, ছবি ক্রেডিটে থাকল অঙ্কুশ।
45
ধূসর রঙের টিশার্ট সেই সঙ্গে ম্যাচিং টুপি আর চোখে সানগ্লাস, ছবি পোস্ট করলেন অঙ্কুশ।
55
বরফ আর সেই সঙ্গে পেঙ্গুইন, দুবাইয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখান থেকেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন তাঁরা।
click me!

Recommended Stories