112

ভোগের পর এবার এলিট। ২০১৯-এর পুরষ্কার বিতরনিতে তারকাদের নজর কাড়া উপস্থিতি।
212
প্রতিবারের মত এবারও বিশেষ চমক নিয়ে হাজির রণবীর সিং। তাঁর উপস্থিতি এবারেও ছিল নজর কাড়া।
312
স্টাইল স্টেটমেন্ট-এ করিনা কাপুর সর্বদা হিট। এবারেও লাল পোশাকে সকলের নজর কাড়লেন সকলের।
412
স্টাইল আইক্যুন এক কথায় এখন সোনাম। তিনি সকলের নজর কাড়লেন এই দিন।
512
মডেল থেকে শুরু করে বিটাউনের তারকারা, অতিথির তালিকা থেকে বাদ পড়ল না কেউই।
612
গোলাপি গাউনে এদিন সকলের নজর কাড়লেন বলি তারকা। অনবদ্য ছিল তাঁর লুক।
812
এলিট ফ্যাশনের রেড কার্পেটে এদিন সন্ধ্যায় বসে তারকার মেলা। সকলের সঙ্গে টেক্কা দিয়েই হাজির তারকারা।
912
তবে আইফার পোশাকের বেশ কিছু ঝলক মিলল এই রেড কার্পেটে। বেশ কয়েকটি পোশাকও বেজায় চেনা অনেকের কাছে।
1012
তবে কালো রঙের দাপটই ছিল এই দিন সব থেকে বেশি। বিভিন্ন পোজ দিয়ে ছবিও তুললেন তাঁরা।
1112
কোথাও নজর কাড়ে লং পোশাক, কোথাও গাউন, কিন্তু ওয়েস্টার্ন ফরমালে এই অভিনেত্রী তাক লাগালেন সকলকেই।
1212
থিমের রঙ কালো হলে কী হবে, এরই মাঝে খানিক নিজেকে আলাদা করতে অনুষ্কা বেছে নিলেন সাদা।