মঙ্গলবার বলি-পাড়ার হালহকিকত, রইল গরমাগরম একগুচ্ছ খবর

মঙ্গলবার বলি-পাড়ার হালহকিকতের গরমাগরম একগুচ্ছ খবর। কেউ ব্যস্ত ছবির প্রমোশনে, কোথাও আবার তারকাদের ভিড় সিক্রেট পার্টিতে। সকলের নজর কেড়ে কার আইট ফিট দশে দশ, কে-ই বা গোপনে সারলেন মিটিং, কিংবা ইটিং, এক নজরে জেনে নিন আজকের বি-টাউনের হাঁড়ির খবর।

debojyoti AN | Published : Dec 3, 2019 2:12 PM IST
18
মঙ্গলবার বলি-পাড়ার হালহকিকত, রইল গরমাগরম একগুচ্ছ খবর
মঙ্গলবার সকালে বানী কাপুরকে পাওয়া গেল মুকেশ ছাবরার অফিরে। সেখানেই পোজ দিয়ে ফ্রেমবন্দী হলেন বানী। বর্তমানে পরবর্তী ছবির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত বানী।
28
শরীরচর্চায় ব্যস্ত বরুণ ধাওয়ান। মঙ্গলবার সকালে জিম থেকে বেড়িয়ে ফ্রেস মুডে পোজ দিয়ে সকলের নজর কাড়লেন বরুণ।
38
ডেভিড ধাওয়ানের অফিসের সামনে ধরা দিলেন সারা আলি খান। আগামী ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী।
48
কৃতি ও অর্জুন ব্যস্ত পানিপথ ছবির প্রমোশন নিয়ে। সেই উপলক্ষ্যেই মঙ্গলবার সকালে জুহুতে হাজির হলেন এই জুটি।
58
সিদ্ধার্থ মালহোত্রা হাজির হলেন ডাবিং অফিসে। সেখানেই ছবির ডাবিং সেরে পোজ দিয়ে ছবি তুললেন অভিনেতা। আগামী ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত এখন সিদ্ধার্থ।
68
টক শো-তে ডাক পেয়ে হাজির হলেন তাপসী পান্নু। সেখানেই ভুমি পেডনেকরের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সকলের নজর কাড়লেন তাপসী পান্নু।
78
চ্যাট শো-তে হাজির ভুমি পেডনেকর। মঙ্গলবার সেই উপলক্ষ্যেই হট লুকে হাজির অভিনেত্রী। সম্প্রতি তিনি তাঁর আগামী ছবির প্রচার নিয়ে ব্যস্ত।
88
জুহুতে পার্টি উপলক্ষ্যে পাঁচতারা হোটেলে হাজির বিদ্যা বালন। অনবদ্য লুকে এদিন সকলের নজর কাড়লেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos