মঙ্গলবার বলি-পাড়ার হালহকিকতের গরমাগরম একগুচ্ছ খবর। কেউ ব্যস্ত ছবির প্রমোশনে, কোথাও আবার তারকাদের ভিড় সিক্রেট পার্টিতে। সকলের নজর কেড়ে কার আইট ফিট দশে দশ, কে-ই বা গোপনে সারলেন মিটিং, কিংবা ইটিং, এক নজরে জেনে নিন আজকের বি-টাউনের হাঁড়ির খবর।