ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম। আজ তার ৮৮ তম জন্মদিন। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে,কিন্তু পরে ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপনাস্ত্র মানব বা মিসাইল ম্য়ান অব ইন্ডিয়া বলা হয়। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ৮৪ বছরের দীর্ঘ সফল কর্মজীবনে নিজের অভিজ্ঞতা ও দর্শন থেকে রেখে গেছেন মহামূল্য়বান বাণী। যা আমাদের আগামী দিনের চলার পাথেয়।