Published : Oct 10, 2019, 05:10 PM ISTUpdated : Oct 10, 2019, 05:28 PM IST
৬৫ -তে পা দিলেন রেখা, যিনি বলিউডের চিরসবুজ অভিনেত্রী হিসেবেই খ্যাত। এই রেখাই মাত্র বারো বছর বয়সে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে পা রাখেন। ভানুরেখা গণেশন ছোট বেলায় এই নাম থাকলেও পরে অবশ্য তা বদলে হয় রেখা। আর সেই নামেই আজও তাঁকে সবাই চেনে। প্রথম দিকে তেমন নাম না করতে পাড়লেও তাঁর অভিনয় আজ সবার নজর কাড়ে।