নানান লুকে রেখা, এক নজরে দেখে নিন তাঁকে

৬৫ -তে পা দিলেন রেখা, যিনি বলিউডের চিরসবুজ অভিনেত্রী হিসেবেই খ্যাত। এই রেখাই মাত্র বারো বছর বয়সে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে পা রাখেন। ভানুরেখা গণেশন ছোট বেলায় এই নাম থাকলেও পরে অবশ্য তা বদলে হয় রেখা। আর সেই নামেই আজও তাঁকে সবাই চেনে। প্রথম দিকে তেমন নাম না করতে পাড়লেও তাঁর অভিনয় আজ সবার নজর কাড়ে।
 

debojyoti AN | Published : Oct 10, 2019 11:40 AM IST / Updated: Oct 10 2019, 05:28 PM IST
15
নানান লুকে রেখা, এক নজরে দেখে নিন তাঁকে
মাত্র বারো বছর বয়সে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। সেই সময় তামিল সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও পরে বলিউডে চলে আসেন।
25
গায়ের রঙ বেশ চাপা ছিল রেখার আর সেই কারণেই নানা সময়ে তাকে অপমানিত হতে হয়েছে।
35
বরাবরই সকলের নজর কেড়েছেন তিনি। বয়সও যেন হার মানে তাঁর রূপের কাছে।
45
খোলা চুল, হলুদ পোশাক আর চোখে সানগ্লাস একেবারে অন্যলুকে রেখা।
55
তাঁর অসাধারণ অভিনয় শৈলী তাকে পাইয়ে দিয়েছে বহু পুরষ্কার। এখনও পর্যন্ত তিনি ১৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos