'ম্যাগি পোশাক' বিতর্কের পর আবারও হলুদ রঙা কিয়ারা, মুহুর্তে ছবি ছড়াল নেট দুনিয়ায়
মাস কয়েক আগেই হলুদ রঙের এক পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন কিয়ারা। আবারও প্রকাশ্যে এলেন হলুদ পোশাকেই। তবে এবার তাঁর পোজ দেখে এক কথায় সকলেই মুগ্ধ হয়ে গেলেন। বর্তমানে ছবির প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত কিয়ারা। দেখুন তাঁর সেই পোশাকের কিছু ছবি।
debojyoti AN | Published : Dec 6, 2019 5:12 PM / Updated: Dec 06 2019, 05:32 PM IST
সম্প্রতি হলুক পোশাকে প্রকাশ্যে ধরা দিলেন কিয়ারা আডবানি। বর্তমানে তিনি গুড নিউজ ছবির প্রমোশনে বেজায় ব্যস্ত। সেখানেই তাঁকে দেখা যাবে দিলজিতের বিপরীতে। চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি।
বেশ কয়েকদিন আগেই এক হলুদ পোশাক পরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল কিয়ারাকে। এবার সেই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নজর কাড়লেন অভিনেত্রী।
অভিনয় কেরিয়ার শুরু করার পরই সকলের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এম.এস ধোনি ছবিতে অভিনয় করেই সকলের নজরের কেন্দ্রে উঠে আসেন কিয়ারা।
বর্তমানে কিয়ারার মুকুটে এল নয়া পালক। সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। কেরিয়ার শুরুতেই বক্স অফিস হিট। চলতি বছরে ব্লক বাস্টার ছবি কবির সিং উপহার দিয়েছেন তিনি দর্শকদের।
চলতি বছরে কিয়ারার দ্বিতীয় ছবি মুক্তি পেতে চলেছে। কবির সিং ছবিটিতে তেমন অভিনয়ের সুযোগ না থাকলেও সেখানেও নিজের এক বিশেষ ছাপ রেখে গিয়েছেন কিয়ারা।
রেড কার্পেটে সকলকে তাক লাগিয়ে হলুদ রঙের নেটের পোশাকে হাজির হন কিয়ারা। বর্তমানে একাধিক ছবির চিত্রনাট্য তাঁর হাতে। ফ্যাশন স্টেটমেন্টে নয়া এখন কিয়ারাও হিট। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সকলের নজর কাড়লেন তিনি।