পাশে অমিতাভ কিংবা বিরুষ্কা, বলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে মোদী-র পোজ

বিভিন্ন সময় অনুষ্ঠান হোক কিংবা কোনও নিমন্ত্রণ রক্ষা, বলিউড তারকাদের পাশে প্রায়শই দেখা যায় নরেন্দ্রমোদীকে। তবে সেলিব্রিটিদের সঙ্গে পাল্লা দিয়ে ছবি তুলতে বিন্দুমাত্র পিছু পা নন মোদী। পাশে যেই থাকুক, পোজ দিয়েই ছবি তুলে নজর কাড়লেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিনে রইল সেলেব প্রফাইল থেকে তেমনই একগুচ্ছ ছবি। 

Jayita Chandra | Published : Sep 17, 2019 8:23 AM IST
110
পাশে অমিতাভ কিংবা বিরুষ্কা, বলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে মোদী-র পোজ
বলিউড অভিনেত্রী সোনাম কাপুরের সঙ্গে সেলফি নরেন্দ্র মোদীর। বলিউডের এই স্টারের সঙ্গে দিব্যি পোজ দিয়ে ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী, ছবিটি সোনাম নিজের পেজে শেয়ার করেছিলেন।
210
অভিনেতা সানি দেওয়লের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছিলেন মোদী। বর্তমানে বলিউডের বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত অভিনেতাও শেয়ার করেছিলেন এই ছবি।
310
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা হওয়া মাত্রই তাঁর সঙ্গেও ছবি তোলেন নরেন্দ্র মোদী। সাধারণত বিটাউনের বিশেষ অনুষ্ঠানেই বেশিরভাগ সময় তারকারা মোদীজি-কে পেয়ে থাকেন নাগালে।
410
দেখা হাওয়া মাত্রই নমরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরলেন রণবীর সিং। অভিনেতাকেও আনন্দ সহকারে আলিঙ্গণ করলেন মোদী।
510
বিরাট অনুষ্কার বিয়েতে তো বিশেষ আমন্ত্রণ ছিলই। সঙ্গে এই দম্পতি মোদীজির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে এসেছিলেন কিছু দিন আগেই। সেই মুহুর্তই ক্যামেরা বন্দি হওয়ায় ছবিটি শেয়ার করেন খোদ মোদী।
610
এক বিশেষ দরকারে কয়েকদিন আগেই আমির খান দেখা করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই মুহুর্তকেও ক্যামেরা বন্দি করা হয়।
710
বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে এখন প্রায়শই সরব হন অনুপম খের। মোদী-র সঙ্গে দেখা হওয়ার একপ্রকার শলাপরামর্শ সেরে নিলেন অভিনেতা।
810
হেমা মালিনি মোদীজি-কে বিশেষ উপহার দিয়েছিলেন। একটি কৃষ্ণমূর্তি। সেই ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
910
বিশেষ আলাপ-চারিতার খাতিরেই সম্প্রতি অমিতাভ বচ্চন দেখা করেন মোদীজির সঙ্গে। সেখানেই খানিক পেটপুজো, সঙ্গে দু একটা ছবি।
1010
সঞ্জয় দত্ত-ও দেখা করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বিশেষ মুহুর্তের ছবিও শেয়ার করেছিলেন সঞ্জয় দত্ত।
Share this Photo Gallery
click me!

Latest Videos