ইন্ডিয়া গেটের পাদদেশে ইমরান-সবিতা-কৃতি, নজির গড়ে শুরু সিরিজের প্রচার

নেটফ্লিক্সের আগামী সিরিজ বার্ড অব ব্লাড সম্প্রতিই মুক্তি পেতে চলেছে। সিরিজ তৈরির কাজ শেষ। ফলে এবার পরিচালকের হাত ধরে প্রচারে নামলেন ছবির কলাকুশলিরা। বৃহস্পতিবার সেই উপলক্ষ্যেই অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন সিরিজের প্রতিটি সদস্যই। দেখেনিন সেই মুহুর্তে বেশ কিছু ছবি।

Jayita Chandra | Published : Sep 20, 2019 5:41 AM IST / Updated: Sep 21 2019, 05:55 PM IST
16
ইন্ডিয়া গেটের পাদদেশে ইমরান-সবিতা-কৃতি,  নজির গড়ে শুরু সিরিজের প্রচার
বেশ কয়েকমাস ধরেই ইমরান হাসমি ব্যস্ত ছইলেন তাঁর আগামী ওয়েব সিরিজের কাজ নিয়ে। সেই সিরিজের শ্যুটিং পর্ব শেষ করেই প্রচারে নামলেন তারকারা।
26
বার্ড অব ব্লাড সিরিজের পরিচালনায় ছিলেন ঋভু দাশগুপ্ত। মোট তিনটি ভাষায় মুক্তি পাবে এই সিরিজ, সিন্দি, ইংলিস ও উর্দূ।
36
বৃহস্পতিবার সকালে অমর জওয়ান জ্যোতির সামনে উপস্থিত হন ইমরান হাসমি, সবিতা ধুলিপালা, কৃতি কুলহারি। সঙ্গে উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক ঋভু দাশগুপ্ত।
46
আগামী ২৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ। সেই দিকেই এখন নজর সিরিজের সদস্যদের। প্রচারে নামার আগে তাঁরা পৌঁছে গেলেন ইন্ডিয়া গেটের সামনে। ক্যামেরা বন্দি হল সেই মুহুর্ত।
56
প্রথম থেকেই এই সিরিজে অভিনয় করা নিয়ে বেজায় উৎসাহী ছিলেন কৃতি। বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন সিরিজের শ্যুটিংপর্বের নানা খবর। বার্ড ওব ব্লাড-এ এক বিশেষ চরিত্রে দেখা যাবে কৃতিকে।
66
র-এর আন্ডার কভার এজেন্ট কবির আনন্দ, যাঁর হাতেই উঠে আসে বালুচিস্তানের কেস। সেই ঘটনার জেরেই ভবিষ্যতে তৈরি হয় নয়া মিশনের প্লট। সিরিজে কবির আনন্দের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাসমি।
Share this Photo Gallery
click me!

Latest Videos