Published : Dec 16, 2019, 07:33 PM ISTUpdated : Dec 16, 2019, 09:43 PM IST
নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। বাংলার মতই রাজধানী দিল্লি, বাণিজ্যনগরী মুম্বইতেও পথে নেমেছেন প্রতিবাদীর দল। বহু সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছে বিরোধী দলগুলি। পিছিয়ে নেই পড়ুয়ারাও। দেখেনিন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে তৈরি হওয়া উত্তাল পরিস্থিতির একঝলক।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে মহারাষ্ট্রের মানুষও। জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদ জানালেন মুম্বইবাসী।
210
বাণিজ্য নগরীর পড়ুয়ারা অংশ নিলেন নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল।
310
রাজধানী দিল্লিও উত্তাল নাগরিকত্ব আইন নিয়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াদিল্লির সুখদেব বিহার মেট্রো স্টেশেনর সামনে কড়া পুলিশি পাহাড়া।