স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের রেড কার্পেট, বি-টাউনের উপস্থিতিতে বাজিমাত

 ১১ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেই উপলক্ষ্যেই রেড কার্পেটে বি-টাউন তারকাদের উপচে পড়া ভিড়। কড়া টক্করে সামিল সকলেই। রইল রবিবার সন্ধ্যায় তারকাদের নজর কাড়া কিছু পোজ-এর ছবি...

debojyoti AN | Published : Dec 9, 2019 7:19 PM
19
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের রেড কার্পেট, বি-টাউনের উপস্থিতিতে বাজিমাত
নোরা ফাতেহি স্টার স্ক্রিন পুরস্কার উপলক্ষ্যে হাজির হয়েছিলেন রেড কার্পেটে। পোজ দিয়ে ছবি তুলে এদিন সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। বি-টাউনে আইটেম ডান্স মানেই এখন নোরা জাদু।
29
স্টার স্ক্রিন পুরস্কারে উপস্থিত হয়েছিলেন রেখা, সঙ্গে ছিলেন অনন্যা পান্ডে। একই সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন তাঁরা।
39
দীপিকা পাড়ুকোনের ঝুলিতে পুরস্কার না থাকলেও একাধিক পুরস্কার বাড়ি নিয়ে গেলেন রণবীর সিং। গল্লি বয় ছবির জন্যই একাধিক পুরস্কার বাড়ি নিয়ে গেলেন রণবীর সিং।
49
আয়ুষ্মান খুরানা এদিন স্মার্ট লুকেই রেড কার্পেটে হাজির হলেন। চলতি বছরে একাধিক ছবি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের। সেরার তালিকাতে উঠে এল তাঁরও নাম।
59
ভূমি পেডনেকর বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত। তারই মাঝে রবিবার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হাজির হলেন ভূমি। সেখানে অনবদ্য লুকে ধরা দিলেন অভিনেত্রী।
69
উর্বশী রাউটেল্লা বি-টাউনে সেভাবে প্রসার জমাতে না পারলেও ভক্তদের সংখ্যা তাঁর বিস্তর। উর্বশীর স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত। রেড কার্পেটেও তার ব্যতিক্রম হল না।
79
স্টার স্ক্রিন পুরস্কারে বিতরনীর রেড কার্পেটে সকলের নজর কেড়ে উপস্থিত হয়েছিলেন এদিন ইয়ামি গৌতমি। ইয়ামির হাতেও এখান একাধিক ছবির কাজ। সেই নিয়েই বেজায় ব্যাস্ত এখন অভিনেত্রী।
89
সম্প্রতি ছবি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের। সেই ছবি বক্স অফিসে এখনও তেমন সাড়া না ফেললেও বর্তমানে হট তারকাদের তালিকাতে নাম লিখিয়েছেন তিনি।
99
চলতি বছরে একটা ছবি করেই হিট শাহিদ কাপুর। স্টার স্ক্রিন পুরস্কারের তালিকাতে ছিল কবীর সিং ছবিও। এই ছবি চলতি বছরে বক্স অফিস হিট।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos