ভোগ-এও বাজিমাত করলেন আলিয়া। ফ্য়াশন স্টেটমেন্ট-এ তিনিই এখন সেরা, তা আবারও প্রমাণিত হল। চলতি বছরে তিনি ভোগ-এর মঞ্চ থেকে তিনি জিতে নিলেন স্টাইল আইকুন অব দ্য় ইযার পুরষ্কার। প্রশংসিত হল তাঁর পোশাকও।
28
শাহিদ কাপুর পেলেন ডিকেটের সেরা লুক পুরষ্কার। চলতি বছরে শাহিদের ঝুলিতে আরও এক বড় প্রাপ্তি ভোগ পুরষ্কার।
সারার সঙ্গেই উপস্থিত হযেছিলেন শর্মিলা ঠাকুর{ এদিন তাঁর মুকুটে এলো আরও এক পালক। বিউটি লেজেন্ড-এর পুরষ্কার পেলেন তিনি।
58
ফিটনেসের অনুপ্রেরণা যোগানোর জন্য় পুরষ্কার পেলেন মালাইকা। এই বিউটি পুরষ্কার নিয়ে তিনি হাজির হযেছিলেন অ্য়াশ রঙের একটি পোশাকে, যে কারণে সর্বাধিক নজর কাড়েন তিনি।
68
বছরের সেরা বিউটি পুরষ্কারটি জিতে নিলেন কৃতি স্য়ানন। তবে তাঁর ছক ভাঙা পোশাকের রঙ দেখে এক কথায মুগ্ধ সকলেই।
78
কেদারনাথ ছবিতে অভিনয করার জন্য় একাধিক পুরষ্কার ইতিমধ্য়েই পেয়েছেন সারা আলি খান। এবার ফ্রেশ ফেস-এর পুরষ্কারটি নিজের দখলে রাখলেন তিনি।
88
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রে, তিনি পেলেন বিউটি ওয়ারিয়র-এর পুরষ্কার। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী।