করণ জোহারের জন্মদিনে রইল তারই তৈরি নয়টি ছবির হদিশ, যা প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছিল

Published : May 25, 2019, 10:42 PM IST

করণ জোহার পরিচালিত সেরা দশটি ছবি বক্স অফিসে প্রথম দিনেই ছাড়িয়ে ছিল দশ কোটি

PREV
19
করণ জোহারের জন্মদিনে রইল তারই তৈরি নয়টি ছবির হদিশ, যা প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছিল
অগ্নিপথঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১২ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ২১,৭২,০০,০০০ টাকা।
29
সিম্বাঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। প্রথম দিনে এই ছবির সংগ্রহ ছিল ২০,৭৬,০০,০০০ টাকা।
39
কেশরীঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ২০,৪০,০০,০০০ টাকা।
49
ইয়ে জাওয়ানি হ্যায় দিবানিঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১৩,৪২,০০,০০০ টাকা।
59
ব্রাদার্সঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১৩,০৪,০০,০০০ টাকা।
69
অ্যায় দিল হ্যায় মুশকিলঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১৩,০৪,০০,০০০ টাকা।
79
২ স্টেটসঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১২,১১,০০,০০০ টাকা।
89
শানদারঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১১,৭১,০০,০০০ টাকা।
99
বদ্রিনাথ কি দুলহানিয়াঃ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। প্রথম দিনেই এই ছবিটি ঘরে তুলে এনেছিল ১১,৬৮,০০,০০০ টাকা।
click me!

Recommended Stories