হট লুক-এই বাজিমাত স্বস্তিকার, জন্মদিনে রইল সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কিছু ছবি

ফ্যাশন স্টেটমেন্টই হোক, কিংবা মডেলিং, স্বস্তিকার পোজ মানেই তা হট। উমা বৌদি সিরিজ শেষ হলেও আজও তিনি রাত-দুপুর ঠাকুর পো-দের মনে ঝড় তুলে চলেছেন। প্রতিবারই নয়া লুকে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায় বাজিমাত করা ছবি মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিনেত্রীর জন্মদিনে রইল তেমনই কিছু স্টাইল স্টেটমেন্টের ছবি। 

debojyoti AN | Published : Dec 13, 2019 11:24 AM IST / Updated: Dec 13 2019, 04:57 PM IST
17
হট লুক-এই বাজিমাত স্বস্তিকার, জন্মদিনে রইল সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কিছু ছবি
চলতি বছরের পুজোতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বড়পর্দায় এখন তাঁকে খুব বেশি দেখা না গেলেও নেট দুনিয়ায় তিনিই ট্রেন্ড।
27
বর্তমানে মডেলিং-এর দিকে বেশি ঝুঁকেছেন স্বস্তিকা। বিভিন্ন পোজ ও অনবদ্য স্টাইল স্টেটমেন্টে বর্তমানে অভিনেত্রী হার মানাচ্ছেন উঠতি তারকাদের। কখনও সাবেকি কখনও আবার অফবিট থিমে ধরা দিচ্ছেন অভিনেত্রী।
37
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। সেখানেই বং ক্রাসের ইউনিক স্টাইল ছিল চোখে পড়ার মত।
47
কয়েকদিন আগেই এই পোস্ট করার পর সোশ্যাল কুপ্রস্তাবের শিকার হন স্বস্তিকা। প্রতিবারের মত নাম নিয়েই তুলোধনা করলেন স্বস্তিকা।
57
দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের পরই যেন স্বস্তিকা এফেক্ট দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে সাবেকি লুকেই ক্যামেরাবন্দি হয়েছিল স্বস্তিকার হট পোজ। আজও সেই সিরিজ হিট।
67
বর্তমানে বেশ কয়েছি প্রজেক্টের কাজে ব্যস্ত স্বস্তিকা। সম্প্রতি তিনি মুম্বইয়ে ফ্লাট কিনে সেখানেই থাকা শুরু করেছেন তাঁর কন্যা সন্তানকে নিয়ে।
77
শুক্রবার স্বস্তিকার জন্মদিন উপলক্ষ্যে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। সকলেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos