পোজ দিয়ে মুগ্ধ করলেন কঙ্গনা, বিউটি স্টুডিও-র উদ্বোধনে বলিউড নজর কাড়া উপস্থিতি

Published : Nov 13, 2019, 07:20 PM IST

বলিউড কুইন এখন বেজায় ব্যস্ত তাঁর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে। কাজের মাঝেই সেই পার্টিতে মেতে ছিলেন তিনি। ফলে ক্যামেরা পোজ থেকে খানিক ছুটি মিলেছিল তাঁর। যদিও সিডিউল অনুযায়ী ব্যস্ততা তাঁর তুঙ্গে। ফলে বিয়ের মরশুমেই হাজিরা দিলেন বিউটি স্টুডিও-র উদ্বোধনে। 

PREV
14
পোজ দিয়ে মুগ্ধ করলেন কঙ্গনা, বিউটি স্টুডিও-র উদ্বোধনে বলিউড  নজর কাড়া উপস্থিতি
গোলাপী পোশাকে এদিন সকলের নজর কাড়লেন বলিউড কুইন। সম্প্রতি ফেমিনা-র বিউটি স্টুডিও-র উদ্বোধনে অনবদ্য লুকে ধরা দিলেন কঙ্গনা রানওয়াত।
24
ভাইয়ের বিয়ে নিয়ে বেজায় ব্যস্ত এখন বলিউড কুইন। তারই ফাঁকে এসে বিউটি স্টুডিও উদ্বোধন করলেন কঙ্গনা। সেখানেই ফ্রেমবন্দী বলেন অভিনেত্রী।
34
লুক থেকে মেকআপ, বরাবরই ভারসাম্য বজায় রেখেই তা তুলে ধরার চেষ্টা করেন কঙ্গনা। কখনও স্নিগ্ধ লুকে, কখনও আবার ধরা দেন তিনি বোল্ড লুকে।
44
বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত অভিনেত্রী। তবে এখন খানিক বিরতিতে রয়েছেন কুইন। এদিন হালকা রঙ্গের পোশাক, সঙ্গে সাদা জুতো সাদা স্কার্ফেই সকলের মন জয় করলেন অভিনেত্রী।
click me!

Recommended Stories