আয় বৃদ্ধিতেও সমস্যা দেখা দিতে পারে। হয়তো একজনের আয় (Income) বৃদ্ধি হয়েছে। বিপরীতে থাকা মানুষটি হয়তো চাইছেন, তিনি সংসারের আরও একটি দায়িত্ব নিক, সেক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। একজনের সমস্যা থাকা সত্ত্বেও বেশি ব্যয় করছেন, হয়তো অন্য জন কারণ ছাড়া খরচ করছে, এক্ষেত্রে সমস্যা লাগতেই পারে।