এই ১০ কারণে হতে পারে দাম্পত্য অশান্তি, জেনে নিন কোন কোন বিষয় সতর্ক থাকবেন

বিয়ের প্রথম কয় বছর সব ঠিক থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম অশান্তি দেখা দেয়। বিয়ের (Marriage) কয় বছর পার মানে, দাম্পত্য কলহ শুরু। ঝগড়া, অশান্তির জেড়ে ধীরে ধীরে সম্পর্ক তীক্ত হয়ে উঠে। সম্পর্ক (Relationship) সুস্থ রাখতে এই ১০টি জিনিস মাথায় রাখুন। এই ১০ কারণে প্রায়শই অশান্তি দেখা দেয়। জেনে নিন কী কী। 

Sayanita Chakraborty | Published : Feb 27, 2022 2:37 PM / Updated: Feb 27 2022, 03:24 PM IST
110
এই ১০ কারণে হতে পারে দাম্পত্য অশান্তি, জেনে নিন কোন কোন বিষয় সতর্ক থাকবেন

দাম্পত্য অশান্তির একটি বড় কারণ হতে পারে আর্থিক সমস্যা (Financial Problems)। সংসারে হয়তো দুজনেই কর্মরত। কে কোন খাতে খরচ করবেন এই নিয়ে সমস্যা হয় অনেকের মধ্যে। তাই সম্পর্কের শুরুতেই এই সমস্যা মিটিয়ে নিন। দুজনে যদি সংসারে  টাকা দিতে চান, তাহলে কে কত টাকা দেবেন তা ঠিক করে রাখুন। দুজনের দায়িত্ব ভাগ করে নিন। 

210

আয় বৃদ্ধিতেও সমস্যা দেখা দিতে পারে। হয়তো একজনের আয় (Income) বৃদ্ধি হয়েছে। বিপরীতে থাকা মানুষটি হয়তো চাইছেন, তিনি সংসারের আরও একটি দায়িত্ব নিক, সেক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। একজনের সমস্যা থাকা সত্ত্বেও বেশি ব্যয় করছেন, হয়তো অন্য জন কারণ ছাড়া খরচ করছে, এক্ষেত্রে সমস্যা লাগতেই পারে।

310

দুজনেই হয়তো কর্মরত। একে অন্যের সঙ্গে টাইম (Time) মেলে না। দুজনের অফিস টাইম আলাদা। এক্ষেত্রে, একে অন্যকে সময় দিতে না পারলে অশান্তি হওয়া স্বাভাবিক। এক্ষেত্রে দুজনকেই একে অন্যের সমস্যা বুঝতে হবে। অফিসের কাজকে গুরুত্ব দেবেন তা ঠিক, তাই বলে ব্যক্তিগত জীবনকে পুরোপুরি উপেক্ষা করবেন না। অফিস ও ব্যক্তিগত জীবন, দুটোই ভালো করে ব্যালেন্স করুন।

410

তৃতীয় কারণে অশান্তি হওয়া স্বাভাবিক। অধিকাংশ সম্পর্কের ক্ষেত্রেই তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা বেশি হয়। এক্ষেত্রে, প্রথম থেকে দুজনের সমস্যা দুজনেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন না। এক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। 

510

ভুল বোঝাবুঝি থেকে হতে পারে অশান্তি। তাই এই ভুল বোঝাবুঝিকে বাড়তে দেবেন না। কোনও বিষয় সমস্যা মনে হলে খোলামেলা আলোচনা করুন। তা না হলে, অশান্তি বড় আকার নেবে। তাই সুস্থ সম্পর্ক বজায় রাখতে নিজেরা সতর্ক থাকুন।

610

একান্তে সময় কাটান। পরিবারকে সময় দেবেন ঠিকই, কিন্তু নিজেদের দুজনের জন্যও সময় রাখুন। সপ্তাহ কিংবা মাসে একদিন একসঙ্গে ঘুরতে যান। মনের কথা বলুন। পুরনো সকল ঝগড়া ভুলে সময়টা উপভোগ করুন।

710

যে কোনও সমস্যা একে অন্যের সঙ্গে আলোচনা করুন। সমস্যা চেপে রাখলে তার থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যা দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায়। তাই সব বিষয় আলোচনা করুন। আলোচনার মধ্যে সমস্যার সমাধানের রাস্তাও খুঁজে পেতে পারেন।

810

একে অন্যের সব বিষয় মাথা গলাবেন না। সব ব্যাপারে মন্তব্য করলে অশান্তি বাড়তে পারে। তাই দুজনে দুজনকে স্পেশ দিন। এতে অশান্তি কম হবে। দাম্পত্য অশান্তির একটি বড় কারণ হতে পারে এইটি। তাই সুস্থ সম্পর্ক বজায় রাখতে মেনে চলুন এই টোটকা। 

910

দুজনে দুজনের পেশাকে সম্মান করুন। একে অন্যের কাজের দায়িত্ব বোঝার চেষ্টা করুন। অফিস নিয়ে অধিকাংশ ক্ষেত্রে অশান্তি দেখা দেয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই জিনিস। 

1010

সম্পর্কের প্রতি দায়িত্ব পালন করুন। যতই কাজ থাক, বিশেষ দিনগুলো ভুলবেন না। নিজের দায়িত্ব উপেক্ষা করলে সেই থেকে অশান্তি হতেই তাই। দাম্পত্য কলহ দূর করতে অবশ্যই এই টোটকা মেনে চলুন। সম্পর্কের প্রতি যত যত্নবান ও দায়িত্ববান থাকবেন, তত সম্পর্ক ভালো থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos