হয়তো আজ তাকে কলেজে প্রথম দেখেছেন। তারপর থেকে শুধুই তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। সব ভিড়ে, আপনার চোখ শুধু সেই মানুষটাকেই খুঁজছে। এমন হলে, বুঝবেন আপনি তার প্রেমে পড়েছেন। লাভ অ্যাট ফাস্ট সাইটে এমন অনুভূতি সবার আগে হয়। বার বার তাকে দেখতে চাওয়া, কথা বলতে ইচ্ছে হওয়ার অর্থ আপনি প্রেমে পড়েছেন।