শুধু তাই নয়, প্লাস্টিক সার্জারি করে, স্তনের মাপ বৃদ্ধি করতে চান আশা। এর জন্যও ওই পুরুষটিই অর্থ দেবেন বলে আশা করছেন এই ভারতীয় বংশোদ্ভূত কন্যা। তবে, তার জন্য সুগারড্যাডিকে অনেক বোঝাতে হতে পারে। কারণ, ওই ব্যক্তি চান না, আশা তাঁর শরীরের খুব বেশি পরিবর্তন করুন। তবে, তিনি আবদার করলে, শেষ পর্যন্ত তিনি ফেলতে পারবেন না, এমনটাই মনে করেন আশা।