ভালবেসে রোজগার ৬ লক্ষ, ৩ পুরুষকে ঘোল খাওয়ালেন ভারতীয় যুবতী - এবার পড়লেন সত্যি প্রেমে

নেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ যুবতী আশা চোপরা। কয়েক মাস আগে পর্যন্ত একটি তিনি একটি মাঝারি মানের চাকরি করতেন। আয় ছিল মেরেকেটে ৮০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকার কিছু বেশি)। সেখান থেকে, বর্তমানে তিনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আর তাও শুধুমাত্র প্রেম বিলিয়ে। 
 

Web Desk - ANB | / Updated: Mar 23 2022, 07:30 PM IST
18
ভালবেসে রোজগার ৬ লক্ষ, ৩ পুরুষকে ঘোল খাওয়ালেন ভারতীয় যুবতী - এবার পড়লেন সত্যি প্রেমে

একজন নয়, তিন-তিনজন শাঁসালো প্রেমিক আছে তাঁর, যারা তাঁর জন্য সবকিছু করতে পারেন। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী তিনজনই তাঁর থেকে বয়সে বড়। তিনি তাঁদের বলেন সুগার ড্যাডি। ভাগ ভাগ করে তিনজনকেই সমানভাবে প্রেম বিলিয়ে দেন তিনি। আর তার বিনিময়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি। 
 

28

এর শুরু হয়েছিল যখন তাঁর বয়স ছিল ১৮। সেই সময়ই তিনি প্রথম একজন সুগার ড্যাডির খোঁজ শুরু করেছিলেন। এরপরই এক সিকিং অ্যারেঞ্জমেন্ট ওয়েবসাইটের সন্ধান পেয়েছিলেন। বাড়িতে বসে, স্রেফ একজন পুরুষের সঙ্গে ১০ মিনিট যৌন সংলাপের ফলে তিনি ১০০ পাউন্ড উপার্জন করেছিলেন। এরপরই তিনি বুঝতে পারেন, চাকরি করে নয়, বরং এভাবেই তিনি তাঁর চাহিদা মতো বিলাস বহুল জীবনযাপন করতে পারবেন। 
 

38

এরপরই, তিনি এই ব্যবসাকে গুরুত্ব সহকারে নেওয়া শুরু করেছিলেন। এখন তিনজন সুগারড্যাডির থেকে তাঁর প্রতি মাসে ৪ থেকে ৬ লক্ষ টাকা উপার্জন হয়। তাছাড়াও প্রতিদিন তারা আশাকে প্রচুর উপহার দিয়ে থাকেন। ডিজাইনার ব্যাগ, নিত্য নতুন দামী জুতো। সম্প্রতি তাঁকে একটি নতুন আইফোন ১৩-ও উপহার দিয়েছেন এক সুগার ড্যাডি। তার সমস্ত সৌন্দর্য বর্ধক চিকিত্সার জন্যও এই পুরুষরা অর্থ প্রদান করে থাকেন। 
 

48

এভাবেই দিব্যি চলছিল। কিন্তু সমস্যা হল, এখন তিনি এই তিন সুগার ড্যাডির একজনের প্রেমে পড়ে গিয়েছেন। এতদিন তিনি তিনজন পুরুষের সঙ্গেই ঘুরিয়ে ফিরিয়ে সময় কাটাতেন। তবে, তৃতীয় সুগারড্যাডির সঙ্গে মাত্র এক সপ্তাহ সময় কাটিয়েই তাঁর সবকিছু ওলট পালট হয়ে গিয়েছে। 
 

58

ডেইলি স্টারকে আশা চোপড়া জানিয়েছেন, 'আমি বুঝতে পেরেছি এটা অর্থ উপার্জনের থেকে বেশি কিছু। ওর কাছে থাকলে আমার ভাল লাগে। ওর সঙ্গে কথা বলতে ভাল লাগে, মনে হয় না কখন ওর কথা শেষ হবে, আর আমি কিছু টাকা পাব। ওর, ছোট ছোট জিনিসগুলো আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছে। ওর হাসি, রসবোধ - আরও অনেক কিছু আমার সঙ্গে খুব মেলে'। 
 

68

তিনি আরও জানিয়েছেন, তাঁর সমস্ত কিছুর খেয়াল রাখেন, ২৯ বছরের পুরুষটি। তিনি কোনও বড় রেস্তোরাঁয় খেতে গেলে, কিংবা বারে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গেলে, তিনি আশার ও তাঁর বন্ধুদের জন্য শ্যাম্পেনের বোতল পাঠান। তিনি আশাকে নিয়ে একসঙ্গে ছুটি কাটাতেও যেতে চান, কিন্তু সময়াভাবে পারছেন না। তাই, আশা ও তাঁর বন্ধুদের ছুটি তিনি স্পন্সসর করছেন। 
 

78

শুধু তাই নয়, প্লাস্টিক সার্জারি করে, স্তনের মাপ বৃদ্ধি করতে চান আশা। এর জন্যও ওই পুরুষটিই অর্থ দেবেন বলে আশা করছেন এই ভারতীয় বংশোদ্ভূত কন্যা। তবে, তার জন্য সুগারড্যাডিকে অনেক বোঝাতে হতে পারে। কারণ, ওই ব্যক্তি চান না, আশা তাঁর শরীরের খুব বেশি পরিবর্তন করুন। তবে, তিনি আবদার করলে, শেষ পর্যন্ত তিনি ফেলতে পারবেন না, এমনটাই মনে করেন আশা।
 

88

তবে, তিন জন থেকে সুগারড্যাডির সংখ্যা একজন হয়ে গেলে তো রোজগার কমে যাবে? আশা জানিয়েছে, তাতে অসুবিধা নেই। কারণ, এই ২৯ বছর বয়সী পুরুষটির সঙ্গে তাঁর সম্পর্ক, অর্থের চেয়ে বেশি। তিনি জানিয়েছেন, 'অনেকেই বলছে, যে আমি টাকার প্রেমে পড়েছি, কিন্তু এখন আমাদের সম্পর্ক তার চেয়ে অনেক গভীর'। এমনকী, তার সঙ্গে থাকার জন্য সমস্ত বিলাসও ত্যাগ করতে তিনি রাজি।

Share this Photo Gallery
click me!

Latest Videos