৫ 'Promise' -এ বাজিমাত, ভ্যালেনটাইন্স ডে -তে এই 'Promise' গুলি করতে একদম ভুলবেন না

Poulomi Nath | Published : Feb 11, 2021 2:39 PM IST / Updated: Feb 11 2021, 09:06 PM IST
15
৫ 'Promise' -এ বাজিমাত, ভ্যালেনটাইন্স ডে -তে এই 'Promise' গুলি করতে একদম ভুলবেন না

সারা জীবন নিজের সঙ্গীর পাশে থাকারপ্রথমেই প্রতিজ্ঞা করুন। এই প্রতিজ্ঞা সব সময়েই সকলের মন ভালো করে দেয়। সারা জীবন পাশে থাকার প্রতিজ্ঞা সব সময়েই বুঝিয়ে দেয় আপনার সেই মানুষটির প্রতি ভালোবাসা কতটা।

25

কথায় আছে সমস্যায় পড়লেই মানুষ চেনা যায়। তাই যেকোনও সমস্যায় নিজের সঙ্গীর পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। দু'জনে মিলে সব সমস্যার মোকাবিলা করার প্রতিজ্ঞা করুন। একে অপরের পাশে থাকলে সহজেই যেকোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

35

কখনও সঙ্গীর কোনও কথায় বিরক্ত প্রকাশ করা উচিত নয়। এতে তাঁর আপনার প্রতি খারাপ লাগা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সে কি বলছে বিরক্ত প্রকাশ না করে তার কথা শোনার।

45

সম্পর্কের মধ্যে গোপনীয়তা থাকা কখনই উচিত নয়। সব সময় মন খুলে কথা বলার চেষ্টা করুন। এতে সম্পর্ক মজবুত হয়, বাড়ে ভালোবাসাও। তাই এই ভ্যালেনটাইন্স ডে থেকেই মন খুলে কথা বলা শুরু করুন।

55

পুরোনো কথা তুলে কখনই কাউকে বিচার করা উচিত নয়। তাই পুরোনো কথা তুলে এনে সমস্যা না বাড়ানোই ভালো। আগে যা হয়েছে সব ভুলে যান। নতুন করে সব শুরু করুন দেখবেন ভালো থাকবেন। আর এই প্রতিরজ্ঞাই নিন 'ভ্যালেনটাইন্স ডে' -এর দিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos