ভাঙা হৃদয় নিয়ে দুঃখবিলাসী না হওয়ায়ই শ্রেয়। খারাপ মন ভালো করার জন্য পার্টিতে যেতে পারেন, বেড়াতে যেতে পারে। চাইলে বেশি করে নিজের কাজে নিজেকে ডুবিয়ে রাখুন। প্রয়োজনে বই পড়ুন বা গান শুনুন । কিন্তু কখনই অতীত নিয়ে বেশি চিন্তা করবেন না। অতীতের ভালো দিকগুলো নিয়েই বেশি চিন্তা করুন। চাইলে অনলাইন ডেটিংও করতে পারেন।