কথা বলতে বলতেই জেনে নিন কেমন জায়গা পছন্দ তাঁর। কফি শপ না কোনও পার্ক- কোথায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার সঙ্গী। জেনে নিতে পারেন সিনেমা বা থিয়েটার দেখা তাঁর পছন্দ কিনা। তবে শেষের দুটি জায়গা প্রথম ডেটিং-এর ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো। কারণ সেখানে দিয়ে কথা বলা যায় না।