সাবধান, রাতের বেলায় ভরা পেটে সঙ্গম করছেন, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য আবার কোনও সময় লাগে নাকি। এমন ধারণা অনেকের মনেই রয়েছে। কিন্তু যখন তখন সঙ্গমই ডেকে আনছে গভীর বিপদ। বিশেষত রাত বেলায় খাবার খেয়েই সঙ্গমে লিপ্ত হচ্ছেন বেশিরভাগই আর এতেই বাড়ছে গভীর বিপদ। কারণ বিশেষজ্ঞদের মতে, ভরা পেটে খাবার খেয়েই যৌনমিলনে লিপ্ত হলে ক্রমশই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, যার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ভরা পেটে খাবার খেয়ে সঙ্গমে লিপ্ত হওয়ার আগে সাবধান হোন এখনই।

Riya Das | Published : Sep 18, 2020 9:30 PM / Updated: Sep 18 2020, 09:31 PM IST
18
সাবধান, রাতের বেলায় ভরা পেটে সঙ্গম করছেন, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। 

28

তবে যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে। সক্ষমের সময়টাতে সকলেরই ভিন্ন ভিন্ন মতামত থাকে।

38

সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গেছে, ভরা পেটে সঙ্গম করলেই মৃত্যুর একধাপ এগিয়ে যাবেন আপনি।

48


সমীক্ষা বলছে, ভরা পেটে খাবার খেয়েই সঙ্গমে লিপ্ত হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

58

তবে শুধু হার্ট অ্যাটাকই নয় স্ট্রোকও ঘটে যেতে পারে যে কোনও সময়।
 

68

যৌন মিলনে উত্তেজনা বজায় রাখতে এবং  সর্বাধিক তৃপ্তি পেতে কখনওই ভরা পেটে সঙ্গমে লিপ্ত হবেন না।

78

বিশেষজ্ঞদের মতে, রাতের বেলার বদলে ভোরবেলা যৌনমিলনে লিপ্ত হলে সঙ্গম অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়।

88

সঙ্গীনিকে চরম তৃপ্তি দিতে সেক্স পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একঘেয়ে সেক্স পজিশনে সঙ্গমে একঘেয়েমি চলে আসে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos