দুজনে আলাদা পেশার মানুষ হলে চাকরি নিয়ে সমস্যা দেখা দিতেই পারে। সব প্রফেশনের কাজের ধরন, সময়, সবই আলাদা। বর্তমানে অধিকাংশ পরিবারে দুজনেই কর্মরত। কিন্তু, অনেক ক্ষেত্রে ছেলেদেরই বেশি দায়িত্ব হয়। হয়তো সে কারণে ঝগড়ার সময় পেশার তুলনা করে থাকেন অনেকে। অনেকেই স্ত্রীকে বলেছেন, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। এই কথা সম্পর্ক আরও তিক্ত করে তোলে।