সর্বনাশ, নিয়মিত এই ভুল করছেন, চিরতরে কমে যাবে যৌনক্ষমতা

Published : Jan 28, 2021, 01:38 PM IST

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে এটা জানেন কি সঙ্গম শুধু শারীরিক তৃপ্তিই নয়, মানসিক ভাবেও শরীরকে সুস্থ রাখে। জানেন কি বর্তমানে অতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে নানা ক্ষতি হচ্ছে শরীরের। বিশেষত নিয়মিত এই ছোট্ট ভুল করেই চিরতরে হারিয়ে ফেলছেন যৌনক্ষমতা।

PREV
16
সর্বনাশ, নিয়মিত এই ভুল করছেন, চিরতরে কমে যাবে যৌনক্ষমতা


মোবাইল ফোনের সামান্য এই ভুল ডেকে আনে পুরুষদের জন্য মহা বিপদ। প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে প্রজননের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে।

26

গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে সেখান থেকে বেরানো রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর উপর নেচিবাচক প্রভাব ফেলে। 

36

যার প্রভাব  সরাসরি পড়ে যৌনজীবনে। এমনকী সন্তান উৎপাদনেও পুরুষদের ভূমিকায় ভাটা পড়ে। এর থেকে শুক্রাণুর অভাব দেখা দিতে পারে।

46

তবে শুধু প্যান্টের পকেটেই ফোন রাখলে নয়, ফোনের রেডিয়েশনের প্রভাব সর্বত্রই পড়ছে শরীরে।

56

চিকিৎসকদের মতে, জামার পকেটে ফোন থাকলেও সেখান থেকে সমস্যা হয়। রেডিয়েশন থেকে শরীরের মারাত্মক ক্ষতি হয় বলে দাবি চিকিৎসকদের।

66

যৌনক্ষমতা ধরে রাখতে প্যান্টের পকেটে ফোন রাখতে বারণ করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়,  বুক পকেটে মোবাইল ফোন রাখতেও বারণ করছেন বিশেষজ্ঞরা।

click me!

Recommended Stories