অতিমারি মানুষকে একঘরে করে দিয়েছে। এবং যার কারণেই মেলামেশা এবং খুল্লামখুল্লা যৌনতাতেও ভাঁটা পড়েছে। সেই খামতি পূরণের জন্য যৌনতা নিয়ে নানা চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরছে। যদিও এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। বয়ঃসন্ধির সময়ে শরীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কামবোধও বাড়ে এবং তখনই সারাক্ষণই মাথায় ঘোরে যৌনতার চিন্তা।তবে অতিরিক্ত সেক্স অ্যাডিকশন কি নেশা নাকি হাইপারসেক্সুয়াল ডিজঅর্ডারের মূলে কাজ করে অবসাদ, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।