রুটিন মেনে চলুন রোজ। কখন উঠবেন, কখন খাবেন, কখন বন্ধুদের সঙ্গে গল্প করবেন তো কখন স্ত্রীকে সময় দেবেন সব দিনের শুরুতে ঠিক করে নিন। রোজ রুটিন মেনে চলুন। তাহলে সব কাজ ব্যালেন্স হবে। অফিসে যতই কাজ থাকুক স্ত্রীকে সময় দিন। মনে রাখবেন, দাম্পত্য জীবন সুখের রাখা খুবই প্রয়োজন।